শেষ আপডেট: 31st October 2024 13:06
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ আইপিএল মেগা অকশনের আগেই কেএল রাহুলকে একাধিক জল্পনা তৈরি হয়েছে। বেশ কয়েকটি সূত্র থেকে জানা গেছে, লখনউ ফ্র্যাঞ্চাইজি ছাড়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন রাহুল। তিনি ফের মেগা অকশনে অংশগ্রহণ করতে পারেন।
শোনা যাচ্ছে, ব্যক্তিগত কারণে রাহুল এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। লখনউ সুপার জায়ান্ট নাকি কেএল রাহুলকে মোটা অঙ্কের আর্থিক প্রস্তাবও দিয়েছিল। কিন্তু, টিম ইন্ডিয়ার এই উইকেটকিপার-ব্যাটার দল ছাড়বেন বলে মনস্থির করেই ফেলেছেন। যদি রাহুল ফের নিলাম অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, তাহলে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি তাঁকে নেওয়ার জন্য মুখিয়ে থাকবে।
সূত্রের খবর, কেএল রাহুল যে লখনউ সুপার জায়ান্ট ছাড়তে চলেছেন, তা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছেন। রাহুল নিজেই দল ছাড়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। গত মরশুমে খারাপ পারফরম্যান্সের পর ফ্র্যাঞ্চাইজি মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে তাঁর ঝামেলা হয়েছিল।
আশঙ্কা করা হচ্ছে, লখনউ সুপার জায়ান্ট ছাড়ার এটাও একটা কারণ হতে পারে। এবার যদি মেগা অকশনে রাহুল অংশগ্রহণ করেন, তাহলে তিনি জ্যাকপট পেতে পারেন। রাহুলকে দলে নেওয়ার জন্য সবার আগে হাত বাড়াতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রাহুল ইতিপূর্বে আরসিবি-র হয়ে খেলেছেন। এবার যে তাঁর ঘর ওয়াপসি হতে পারে, তা নিঃসন্দেহে বলাই যায়। ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত আরসিবি-র হয়ে খেলেছিলেন রাহুল।
আরসিবি-র পাশাপাশি পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের নজরও রাহুলের উপর রয়েছে। রাহুল দলে এলে সিএসকে-র টপ অর্ডার আরও শক্তিশালী হবে। ভারতীয় এই ব্যাটারের জন্য বাজি ধরতে পারে রাজস্থান রয়্যালসও। পাশাপাশি গুজরাট টাইটান্স এবং পঞ্জাব কিংসও এই তালিকায় রয়েছে।
২০২৪ আইপিএল টুর্নামেন্টে কেএল রাহুল ব্যাট হাতে যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছিলেন। তিনি ১৪ ম্যাচে মোট ৫২০ রান করেছিলেন। ব্যাটিং গড় ৩৭ এবং স্ট্রাইক রেট ১৩৬। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে চারটে হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছে। তবে টপ অর্ডারে ব্যাট করতে নামলেও রাহুলের স্ট্রাইক রেট যথেষ্ট কম ছিল। এটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন।