শেষ আপডেট: 24th October 2024 09:41
দ্য ওয়াল ব্যুরো: আশঙ্কা আগেই করা হয়েছিল। এবার সেটাই অক্ষরে অক্ষরে ফলে গেল। ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের প্রথম একাদশ থেকে বাদ পড়লেন কেএল রাহুল। ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে এই সিদ্ধান্ত যে একেবারেই অপ্রত্যাশিত নয়, তা বলা যেতে পারে।
ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজ চলছে। এই সিরিজের প্রথম ম্যাচ বেঙ্গালুরুতে আয়োজন করা হয়েছিল। সেই ম্যাচে টিম ইন্ডিয়া ৮ উইকেটে হেরে যায়। এই হারের পরই আতশকাচের নীচে আসে রাহুলের ব্যাটিং পারফরম্যান্স। বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে তো তিনি রানের খাতাই খুলতে পারেননি। আর দ্বিতীয় ইনিংসে যখন তাঁর থেকে বড় রানের প্রত্যাশা করা হয়েছিল, সেখানে তিনি মাত্র ১২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এই পরিস্থিতিতে অনেকেই দাবি করেছিলেন যে রাহুলকে এবার বাদ দেওয়া হোক।
পাশাপাশি ঘাড়ে চোটের কারণে বেঙ্গালুরু টেস্টে খেলতে পারেননি শুভমান গিল। পুনেতে আয়োজিত দ্বিতীয় টেস্ট ম্যাচে তিনি সম্পূর্ণ সুস্থ হয়েই টিমে কামব্যাক করেছেন। এই পরিস্থিতিতে রাহুল এবং সরফরাজের মধ্যে কোনও একজনকে যে রিজার্ভ বেঞ্চে বসতে হত, তা আগে থেকেই নির্ধারিত ছিল। যেহেতু সরফরাজ বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৫০ রানের একটা লড়াকু ইনিংস খেলেছিলেন, তাই শেষপর্যন্ত তাঁকেই টিম ইন্ডিয়ার প্রথম একাদশে রাখা হল।
দ্বিতীয় টেস্ট ম্যাচে নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক টম লাথাম টস জিতলেন। তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। এই ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে মোট তিনটে পরিবর্তন করা হয়েছে। সিরাজ, রাহুল এবং কুলদীপ এই ম্যাচে খেলছেন না। বদলে প্রথম একাদশে এসেছেন শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর এবং আকাশ দীপ।
যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, জসপ্রীত বুমরাহ।