শেষ আপডেট: 8th November 2024 16:20
দ্য ওয়াল ব্যুরো: ব্যাট হাতে আরও একবার ব্যর্থ হলেন ভারতীয় ক্রিকেটার কেএল রাহুল। বর্তমানে তিনি অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে খেলতে নেমেছেন। বর্ডার-গাভাসকার সিরিজের আগে টিম ইন্ডিয়ার এই ব্যাটার যে নিজেই নিজের বিপদ ডেকে এনেছেন, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে রাহুলের সামনে এটাই ছিল শেষ সুযোগ। কিন্তু, এবারও তিনি প্রত্যাশা পূরণ করতে পারলেন না। পাশাপাশি দ্বিতীয় ইনিংসে তিনি যেভাবে আউট হলেন, তা দেখে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে হাসাহাসি শুরু হয়ে গিয়েছে। অনেকে আবার এটাকে ভাগ্যের পরিহাস বলেও উল্লেখ করছেন। ভিডিওটি দেখলে আপনারাও অবাক হবেন।
"Don't know what he was thinking!"
— cricket.com.au (@cricketcomau) November 8, 2024
Oops... that's an astonishing leave by KL Rahul ???? #AUSAvINDA pic.twitter.com/e4uDPH1dzz
অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে অভিমন্যু ঈশ্বরণের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন কেএল রাহুল। এই ইনিংসে তিনি ৪৪ বল খেলে মাত্র ১০ রান করেন। এরমধ্যে তিনি একটাও বাউন্ডারি হাঁকাননি। ছক্কার কথা তো নাহয় ছেড়েই দিন! যেভাবে রাহুল ক্লিন বোল্ড হলেন, তেমন দৃশ্য সচরাচর দেখতে পাওয়া যায় না। বলটা তাঁর দু'পায়ের ফাঁক দিলে গলে স্টাম্পে আঘাত করে। এই পরিস্থিতিতে রাহুলের কার্যত কিছুই করার ছিল না।
তবে এটাই প্রথমবার নয় যে ব্যাট হাতে রাহুল ব্যর্থ হলেন। এই ম্যাচেরই প্রথম ইনিংসে তিনি মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। একটাই বাউন্ডারির দৌলতে এই চারটে রান করেছিলেন তিনি।
আগামী ২২ নভেম্বর থেকে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ আয়োজিত হবে। এই সিরিজে টিম ইন্ডিয়ার স্কোয়াডে রাহুলকে রাখা হয়েছে। বাকি দল অস্ট্রেলিয়ার পরে এলেও রাহুলকে আগেভাগে পাঠিয়ে দেওয়া হয়। যাতে তিনি নিজের প্রস্তুতি সারতে পারেন। কিন্তু, এর কোনও সুফল এখনও পর্যন্ত দেখতে পাওয়া যায়নি। কারণ অস্ট্রেলিয়ার বোলারদের সামনে তো রাহুল ঠিক করে দাঁড়াতেই পারছেন না। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে তাঁকে সুযোগ দেওয়া হয় কি না, সেটাই আপাতত দেখার।