শেষ আপডেট: 6th December 2024 10:33
দ্য ওয়াল ব্যুরো : পারথ টেস্টে কেএল রাহুলের ব্যাটিংয়ে যে আত্মবিশ্বাস দেখা গিয়েছিল, অ্যাডিলেডে কিন্তু তার ছিটেফোঁটাও দেখতে পাওয়া যাচ্ছে না। ১০ ওভার শেষে টিম ইন্ডিয়া ৩০ রানে এক উইকেট হারিয়েছে। আর কেএল রাহুল ৩২ বলে ৯ রান করেছেন।
এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলে প্রত্যাবর্তন করেছেন রোহিত শর্মা। কিন্তু, পারথ টেস্টে রাহুলের ব্যাটিং দেখে তাঁকে ওপেন করতেই পাঠানো হয়েছিল। কিন্তু, শুরুটা তিনি একটু বেশিই ধীরগতিতে করলেন। এখনও পর্যন্ত তিনি একটাই মাত্র বাউন্ডারি হাঁকিয়েছেন।
তবে অষ্টম ওভারে ২ বার আউট হতে হতে বাঁচলেন রাহুল। এই ওভারে বল করতে এসেছিলেন বোলান্ড। জস হ্যাজেলউডের বদলে তিনি এই ম্যাচে খেলতে নেমেছেন। ওভারের প্রথম বলেই আউটের আবেদন করেন তিনি।
Scott Boland gets KL Rahul on 0 but it’s No Ball pic.twitter.com/FNg2Uxo8fJ
— ICT Fan (@Delphy06) December 6, 2024
KL Rahul didn't just get his form back but his cursed luck too ???? pic.twitter.com/HpM5y8XcvI
— Dinda Academy (@academy_dinda) December 6, 2024
KL Rahul was walking, but snicko detect no edge.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 6, 2024
- Thankfully, it was a no ball. pic.twitter.com/gHMD7SOzw5
KL Rahul today pic.twitter.com/lIFu0gWOgg
— Out Of Context Cricket (@GemsOfCricket) December 6, 2024
প্রথম মনে হয়েছিল, বলটা বোধহয় রাহুলের ব্যাটের কানা লেগে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির দস্তানায় জমা পড়েছে। এমনকী, রাহুল নিজেও প্যাভিলিয়নের পথে পা বাড়িয়েছিলেন। কিন্তু, শেষপর্যন্ত দেখা যায় যে সেটা নো ডেলিভারি ছিল। এমনকি, স্নিকোমিটারে দেখা যায় যে বলটা রাহুলের ব্যাটেও লাগেনি। এই পরিস্থিতিতে তাঁর আত্মবিশ্বাস নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নাহলে রাহুল নিজেই বুঝতে পারলেন না যে বলটা তাঁর ব্যাটে লাগেনি?
ওভারের পঞ্চম বলে আরও একটি জীবনদান পেলেন তিনি। এবার বলটা তাঁর ব্যাটের কানা লেগে প্রথম স্লিপে গিয়েছিল। সেখানে দাঁড়িয়েছিলেন উসমান খোওয়াজা। কিন্তু, বলটা তাঁর সামান্য আগে মাটি স্পর্শ করে। শেষপর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলেন রাহুল।