রাহানে-সুজন
শেষ আপডেট: 27th March 2025 18:18
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা থেকে সরে যেতে পারে কলকাতা? চলতি পিচ-বিতর্কে এমনই জল্পনা উস্কে উঠল।
ঝামেলার সূত্রপাত কলকাতা বনাম বেঙ্গালুরু ম্যাচকে ঘিরে। যেখানে পিচের ধরন-ধারন নিয়ে নাখুশ ছিলেন নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে। সাংবাদিক সম্মেলনে খোলামেলাভাবে নিজের অসন্তোষের কথা জানান তিনি। এরপর সম্মুখসমরে নেমে পড়েন ইডেনের পিচ কিউরেটর সুজন মুখার্জি। সাফ জানান, পিচ নিয়ে তাঁর কোনও বক্তব্য নেই। আর আগামি দিনেও এর চরিত্র এতটুকু বদলাবে না।
এই মত-পাল্টা মতকে কেন্দ্র করে ঘনিয়ে ওঠে বিতর্ক। তাতে যোগ দেন নিউজিল্যান্ড ক্রিকেট টিমের প্রাক্তন বোলার সাইমন ডাউল। সুজনকে একহাত নিয়ে তিনি জোর গলায় দাবি করেন, নাইট রাইডার্স ম্যানেজমেন্টের কলকাতা থেকে ঘাঁটি অন্যত্র সরানো উচিত। বলেন, ‘কেকেআর স্টেডিয়াম ফি জোগাচ্ছে, আইপিএলে যা কিছু হচ্ছে তার জন্য টাকা ঢালছে আর এরপরেও যদি তিনি (সুজন মুখার্জি) কথা না শোনেন, হোম টিমের দাবি মানা না হয়, তাহলে ফ্র্যাঞ্চাইজির উচিত অন্যত্র সরে যাওয়া।‘
এরপর আরেক ধাপ এগিয়ে পিচ প্রস্তুতকারককে নিশানা করে ডাউল জুড়ে দেন, ‘খেলা নিয়ে মন্তব্য করা কিংবা বিশ্লেষণ চালানো তাঁর কাজ নয়। এর জন্য তিনি মাইনে পান না।‘ উল্লেখ্য, ম্যাচের পর তাঁর দিকে ধেয়ে আসা সমালোচনার পাল্টা জবাব হিসেবে সুজন জানান, পিচ যে ঠিকই ছিল, তার প্রমাণ বেঙ্গালুরুর স্পিনারদের পারফরম্যান্স। তাই নাইট রাইডার্স হেরেছে তাদেরই পারফরম্যান্সে।
এই প্রসঙ্গে কিউয়ি পেসারের সুরে সুর মিলিয়ে সুজনকে আক্রমণ করেছেন ধারাভাষ্যকার হর্ষ ভোগলেও। বলেছেন, ‘রাজস্থান রয়্যালস তাদের ঘরের মাঠে যদি পছন্দের পিচ পেতে পারে, তাহলে কলকাতা পাবে না কেন? দেখলাম কেকেআর কিউরেটর একটি মন্তব্য করেছেন। আমি নাইটদের ক্যাম্পে থাকলে খুবই অসন্তুষ্ট হতাম। কারণ তাঁকে ১২০টি ক্রিজ তৈরির কথা বলা হয়নি। শুধু বলা হয়েছে, এমন একটি পিচ বানিয়ে দাও, যেখানে বোলাররা সাহায্য পাবেন। এর উত্তরে ‘দুঃখিত, আমি তেমন পিচ বানাতে পারব না’, বলার মানে নেই। কারণ আইপিএলের মতো টুর্নামেন্টে হোম অ্যাডভান্টেজ চাওয়া একটা ন্যায্য দাবি। আর এটা টুর্নামেন্টের মাহাত্ম্য বাড়িয়ে দেয়। কারণ এরপরই অ্যাওয়ে ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।‘