শেষ আপডেট: 29th October 2024 17:02
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ আইপিএল মরশুম শুরুর আগেই বিসিসিআই রিটেনশন সংক্রান্ত নয়া নিয়ম শুরু করেছে। তারপর থেকে প্রতিটা আইপিএল ফ্র্যাঞ্চাইজির টেনশন ইতিমধ্যে বেড়ে গিয়েছে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে প্রত্যেকটা দলকে নিজেদের রিটেনশন তালিকা প্রকাশ করতে হবে।
আপাতত রিটেনশন তালিকায় কোন কোন ক্রিকেটারকে রাখা হবে, তা নিয়ে ইতিমধ্যে কলকাতা নাইট রাইডার্সের রাতের ঘুম উড়তে বসেছে। আপাতত যেটুকু শোনা গিয়েছে, এই দলে শ্রেয়স আইয়ারের জায়গা আপাতত অনিশ্চিত হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে তাঁর সম্পর্ক নাকি ভাঙতে চলছে।
কিন্তু, শ্রেয়স কেন আচমকা কেকেআর ব্রিগেডের হাত ছাড়ার জন্য মরিয়া হয়ে উঠলেন? এই বছর শ্রেয়সের নেতৃত্বেই কেকেআর ১০ বছর পরে আইপিএল খেতাব জয় করেছে। ফলে দলের সমর্থকরা তাঁকে মাথায় তুলে রেখেছিলেন। খুশি ছিল ম্যানেজমেন্টও। তবে সূত্রের খবর, দিল্লি ক্যাপিটালস তাঁকে একটা বাম্পার অফার দিয়েছে। আর এই মোটা টাকার অফার কিছুতেই ছাড়তে পারছেন না শ্রেয়স!
মেগা অকশনের আগে প্রতিটা ফ্র্যাঞ্চাইজি ৬ জন করে ক্রিকেটার রিটেন করতে পারবেন। এরমধ্যে দল রাইট টু ম্যাচ কার্ডও ব্যবহার করতে পারেন। আরটিএম কার্ডে সর্বাধিক পাঁচজন ক্যাপড ক্রিকেটার থাকতে পারবেন।
এর পাশাপাশি আইপিএল টুর্নামেন্টে এবার থেকে এক নয়া অধ্যায় শুরু হতে চলেছে। নতুন নিয়ম মোতাবেক, ম্যাচে অংশগ্রহণকারী প্রত্যেক ক্রিকেটারকে ৭.৫ লাখ টাকা দেওয়া হবে।