শেষ আপডেট: 6th January 2025 17:43
দ্য ওয়াল ব্যুরো : ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডার কপিল দেব ১৯৫৯ সালের ৬ জানুয়ারি চণ্ডীগড়ে জন্মগ্রহণ করেছিলেন। সোমবার তিনি ৬৭তম জন্মদিন পালন করছেন। একটা সময় ক্রিকেট বিশ্বের অন্যতম তারকা অলরাউন্ডার ছিলেন তিনি। ২২ গজের লড়াইয়ে তিনি একাধিক রেকর্ড কায়েম করেছিলেন। এছাড়া সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে তিনি ভারতীয় ক্রিকেট দলকে জিতিয়েছিলেন বিশ্বকাপের খেতাব। ১৯৮৩ সালে টিম ইন্ডিয়া যখন ক্রিকেট বিশ্বকাপ জয় করেছিল, সেইসময় কপিল দেবের বয়স ছিল মাত্র ২৪ বছর।
ভারতীয় ক্রিকেট দলের হয়ে কপিল দেব টানা ৬৬ ম্য়াচ খেলার রেকর্ড কায়েম করেছিলেন। এরপর তাঁকে প্রথমবার টিম ইন্ডিয়া থেকে ড্রপ করা হয়েছিল। নিজের টেস্ট কেরিয়ারে কপিল দেব মাত্র একবারই বাদ পড়েছিলেন। ১৯৮৪ সালে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে একটি টেস্ট ম্য়াচ কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে কপিল দেবকে খেলানো হয়নি। যদিও পরের ম্য়াচেই তিনি ফের টিম ইন্ডিয়ায় কামব্যাক করেন।
কপিল দেবের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল প্রথমবার বিশ্বকাপ খেতাব জয় করেছিল। বিশ্ব ক্রিকেটে যখন ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া রাজত্ব করছে, সেইসময় ভারতীয় ক্রিকেট দলকে এক নতুন পরিচিতি দিয়েছিলেন কপিল দেব। ১৯৮৩ সালের বিশ্বকাপ ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। এই ফাইনাল ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল ৪৩ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে কার্যত ইতিহাস কায়েম করেছিল। এই বিশ্বকাপেই কপিল দেব তাঁর ওয়ানডে কেরিয়ারে সর্বশ্রেষ্ঠ পারফরম্য়ান্স করেছিলেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনি ১৭৫ রানের ধামাকাদার ইনিংস উপহার দিয়েছিলেন। কপিলের এই ইনিংসে ১৬ বাউন্ডারি এবং ৬ ছক্কা ছিল।
ভারতীয় ক্রিকেট দলের হয়ে কপিল দেব ১৩১ টেস্ট ম্য়াচ এবং ২২৫ ওয়ানডে ম্য়াচ খেলেছেন। ১৩১ টেস্ট ম্যাচে তিনি মোট ৫,২৪৮ রান করেন। এরমধ্যে আটটি শতরান এবং ২৭ হাফসেঞ্চুরি রয়েছে। এর পাশাপাশি বল হাতে তিনি ৪৩৪ উইকেটও শিকার করেন। অন্যদিকে, ২২৫ ওয়ানডে ম্য়াচে ব্যাট করে তিনি ৩,৭৮৩ রান করেন। আর বল হাতে শিকার করেছিলেন ২৫৩ উইকেট।