শেষ আপডেট: 23rd September 2024 16:30
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইওয়াশ হয়েছে পাকিস্তান ক্রিকেট দল। আর সেই বাংলাদেশকেই চেন্নাই টেস্টে কার্যত ল্যাজে গোবরে করেছে ভারতীয় ক্রিকেট দল।
আর এই বিপরীত ফলাফল দেখার পরই কার্যত তেলে-বেগুনে জ্বলে উঠেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার কামরান আকমল। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে সরাসরি তোপ দেগেছেন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছ থেকে পেশাদারিত্ব শেখার পরামর্শ দিলেন।
প্রসঙ্গত, চেন্নাইয়ে আয়োজিত বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়া ২৮০ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে। কিন্তু, এই বাংলাদেশ ক্রিকেট দলই সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয় করে ভারতের মাটিতে পা রেখেছিল।
কামরানের কথায়, যদি সবকিছু পরিকল্পনামাফিক হয় তাহলে পাকিস্তান ক্রিকেট দলকে এতটাও স্ট্রাগল করতে হয়না। এরপর পিসিবি-র পেশাদারিত্ব নিয়ে কার্যত ক্ষোভ উগরে দেন পাকিস্তানের এই প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার।
তিনি বললেন, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের থেকে পেশাদারিত্ব, দল, নির্বাচক, অধিনায়ক এবং কোচের ব্যাপারে শিক্ষা গ্রহণ করা উচিত পিসিবি-র। এই জিনিসগুলো একটা দলকে এক নম্বর তৈরি করে এবং ক্রিকেট বিশ্বে রাজত্ব করে। আমরা যদি এতটাই ভালো হতাম, তাহলে পাকিস্তান ক্রিকেট দল আজ এই জায়গায় থাকত না। একে অপরের প্রতি ঈর্ষার কারণে পাকিস্তান ক্রিকেট দলকে এভাবে ভুগতে হচ্ছে।