শেষ আপডেট: 28th January 2025 21:26
দ্য ওয়াল ব্যুরো : রাজকোটে অসাধারণ একটা ক্যাচ তালুবন্দি করলেন ইংল্য়ান্ডের তারকা পেসার জোফ্রা আর্চার। আর সেইসঙ্গে হতাশায় ডুবলেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। কারণ এই ক্যাচেই নাম লেখা ছিল টিম ইন্ডিয়ার বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মার। যদিও ক্যাচটি নিয়ে ইতিমধ্যেই প্রশংসার ঝড় বইতে শুরু করেছে।
চতুর্থ ওভারের চতুর্থ বলে ঘটনাটি ঘটেছে। বল করতে এসেছিলেন ব্রাইডেন কার্স। কার্সের অফ কাটার ডেলিভারি ড্রাইভ করতে যান অভিষেক। কিন্তু, বলটা তাঁর ব্যাটের কানা লেগে সোজা উপরের দিকে উঠে যায়। একটা সময় তো মনে হচ্ছিল বলটা বোধহয় আকাশ স্পর্শ করে ফেলেছে।
কিন্তু, বলের উপর থেকে চোখ সরাননি আর্চার। বলটা যেন খানিকটা মেঘ সঙ্গে নিয়েই আকাশ থেকে ফিরে এল। আর্চার বলটা ধরার জন্য কভার বাউন্ডারির দিকে দৌড় লাগান। শেষপর্যন্ত সেটা জোফ্রার তালুর মধ্যে জমা পড়ে। চার ওভার শেষে ভারতীয় ক্রিকেট দল ২ উইকেট হারিয়ে ৩৫ রান করেছে।
অন্যদিকে, ভারতীয় ক্রিকেট সমর্থকদের আরও একবার হতাশ করলেন দলের ওপেনার সঞ্জু স্যামসন। এই সিরিজে তাঁর ব্যাটে রানের খরা অব্যাহত। রাজকোটে আয়োজিত তৃতীয় টি-২০ ম্যাচে তিনি মাত্র ৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় ক্রিকেট স্কোয়াড ঘোষণা করা হয়। সেখানে সঞ্জুর নাম দেখতে না পেয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। অবশেষে স্যামসন নিজেই সেই জবাবটা দিয়ে দেন।
এই সিরিজের প্রথম ম্যাচে তিনি ২৬ রান করেছিলেন। চেন্নাইয়ে আয়োজিত দ্বিতীয় ম্যাচে তিনি ৫ রান করে আউট হয়ে যান। আর তৃতীয় ম্যাচে মাত্র ৩ রান। মার্ক উডের শর্ট ডেলিভারিতে ফের পরাস্ত হলেন তিনি। জায়গা তৈরি করে পুল করতে গিয়েছিলেন স্যামসন। কিন্তু, ব্যাটে-বলে ঠিকঠাক সম্পর্ক হয়নি। শেষপর্যন্ত মিড অনে দাঁড়িয়ে থাকে আদিল রশিদের হাতে সহজ ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন।