শেষ আপডেট: 28th August 2024 18:00
দ্য ওয়াল ব্যুরো: আইসিসির নতুন চেয়ারম্যান হয়েছেন অমিতপুত্র জয় শাহ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিশ্ব ক্রিকেটের গদিতে বসেছেন তিনি। জগমোহন ডালমিয়া, শরদ পওয়ার, এন শ্রীনিবাসন ও শশাঙ্ক মনোহরের পরে পঞ্চম ভারতীয় হিসাবে আইসিসির চেয়ারম্যান হয়েছেন শাহ। মাত্র ৩৫ বছর বয়সে সর্বকনিষ্ঠ হিসাবে আইসিসির মাথায় বসেছেন তিনি। দায়িত্ব পেয়েই শাহি তিনটি লক্ষ্যে কাজ করবে তাঁর নেতৃত্বাধীন কমিটি, জানান জয়।
টেস্টের জনপ্রিয়তা বৃদ্ধি- জয় বলেছেন, টেস্ট ক্রিকেটের গুরুত্ব ভুললে চলবে না। ক্রিকেটের তিনটি ফরম্যাটের মধ্যে ভারসাম্য থাকা দরকার বলেও মনে করেন তিনি। তাঁর কথায়, এখন টি-টোয়েন্টি ক্রিকেটের রমরমা হলেও ভুলে গেলে চলবে না যে ক্রিকেটের ভিত হল টেস্ট। তাই সকলে যাতে ক্রিকেটের বড় ফরম্যাট খেলতে চায় সে দিকে নজর দিতে হবে। টেস্টকে আরও জনপ্রিয় করে তুলতে হবে। এখন টি-টোয়েন্টির মতো টেস্টেও দর্শকেরা মাঠ ভরাচ্ছেন। এই ঘটনাকে জয় ভাল ছবি হিসেবেই দেখছেন। দিন-রাতের টেস্ট শুরু হয়েছে। সেটাও আকর্ষণীয় বলে মনে করেন তিনি। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব থাকাকালীন দিন-রাতের টেস্ট আয়োজনে আগ্রহী ছিলেন না তিনি।
বিশ্ব জুড়ে ক্রিকেটের প্রসার— গোটা দুনিয়ায় ক্রিকেট ছড়িয়ে পড়ছে। তার বড় উদাহরণ চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে আমেরিকা, কানাডা, উগান্ডা, পাপুয়া নিউ গিনির মতো দেশ খেলেছে। শাহ চান, আরও বেশি দেশ ক্রিকেট খেলুক। জয়ের প্রতিশ্রুতি, ক্রিকেটকে গোটা বিশ্বে আরও ছড়িয়ে দেবেন তিনি। ক্রিকেটের মান আরও বৃদ্ধি করবেন।
হিলা ও বিশেষ ভাবে সক্ষমদের ক্রিকেটের প্রসার— অলিম্পিক্সে ক্রিকেট ২০২৮ সাল থেকে শুরু হবে। যা বড় মাইলফলক। আগামী দিনে মহিলা ও বিশেষ ভাবে সক্ষমদের ক্রিকেটের প্রসারে নজর দেওয়া হবে বলে জানিয়েছেন শাহ। তিনি বলেন, “মহিলা ও বিশেষ ভাবে সক্ষমদের ক্রিকেটের মান বৃদ্ধি আইসিসির একটা বড় লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। কোনও রকমের সমস্যা ক্রিকেটের প্রসার থামাতে পারবে না।”
এখন জয়ের নেতৃত্বাধীন কমিটি হাতে-কলমে কতটা সফল হয় সে দিকেই নজর থাকবে ক্রিকেটমহলের।