শেষ আপডেট: 4th January 2025 05:35
দ্য ওয়াল ব্যুরো : জসপ্রীত বুমরাহকে রাগানোর ফল যে কী হতে পারে, সেটা বোধহয় হাড়ে হাড়ে টের পাচ্ছেন অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার স্যাম কনস্টাস। প্রথম দিনের শেষ বলেই তিনি উসমান খোওয়াজার উইকেট শিকার করেছিলেন। আর দ্বিতীয় দিন শুরুতেই তিনি মারনাস লাবুশেনের উইকেট শিকার করলেন। ১০ ওভার শেষে অস্ট্রেলিয়া ২ উইকেট হারিয়ে ২৬ রান করেছে।
রোহিত শর্মা সিডনি টেস্ট থেকে সরে দাঁড়ানোর পর, টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরাহ। একজন আগ্রাসী অধিনায়কের মধ্যে যে সকল গুণাবলী থাকে, তার প্রত্যেকটাই বুমরাহের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে।
সপ্তম ওভারের দ্বিতীয় বলে জসপ্রীতের বল লাবুশেনের ব্যাট হালকা স্পর্শ করে পন্থের দস্তানায় জমা পড়ে। উইকেটের বাউন্সটা বুঝতে পারেননি এই অজি ব্যাটার। প্রথমে অন-ফিল্ড আম্পায়ার আউট দিতে চাননি। কিন্তু, রিভিউ নেন ভারতীয় ক্রিকেটাররা। স্নিকোমিটারে দেখা যায় বলটা লাবুশেনের ব্যাট স্পর্শ করে বেরিয়ে যায়। এরপর লাবুশেন ধীরপায়ে মাঠ ছাড়েন।
সিডনি টেস্টে টিম ইন্ডিয়া টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু, ভারতীয় ব্যাটাররা একেবারে নজর কাড়তে পারেননি। মাত্র ১৮৫ রানে টিম ইন্ডিয়া অল আউট হয়ে যায়। ঋষভ পন্থ সর্বাধিক ৪০ রান করেন। বাকিদের রানের কথা আর না বলাই ভাল।