শেষ আপডেট: 22nd November 2024 15:29
দ্য ওয়াল ব্যুরো: কথায় আছে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। তবে পারথে বোধহয় আর ইতিহাসের পুনরাবৃত্তি করতে পারবে না অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এখনও পর্যন্ত এই অপ্টাস স্টেডিয়ামে একটাও ম্যাচ হারেনি ক্যাঙারু বাহিনী। এবার কি টিম ইন্ডিয়া সেই রেকর্ড ভাঙতে পারবে? সেই উত্তর অবশ্য সময়ই দেবে। কিন্তু, প্রথম দিনের শেষে টিম ইন্ডিয়া যে চালকের আসনে রয়েছে, তা বলা যেতেই পারে।
পারথ টেস্টের উইকেট কেমন হবে, তা আগেই আন্দাজ করা হয়েছিল। এই উইকেটে গতির পাশাাপাশি বাউন্সও দেখতে পাওয়া যাবে। আর নিজেদের এই ফাঁদেই পা দিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। জসপ্রীত বুমরাহের আগুন গতিতে পরাস্ত হলেন ক্যাঙারু ব্রিগেডের রথী-মহারথীরা। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া সাত উইকেট হারিয়ে ৬৭ রান করেছে। পিছিয়ে রয়েছে ৮৩ রানে। এই পরিস্থিতিতে দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টাতেই যদি বাকিদের সাফ করতে পারে ভারতীয় বোলাররা, তাহলে অবশ্যই আশার আলো দেখা যাবে।
এই ম্যাচে পারিবারিক কারণে খেলতে পারেননি রোহিত শর্মা। তাঁর বদলে দলকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরাহ। টস জিতে তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে তাঁর এই সিদ্ধান্ত যে খুব একটা ফলপ্রসূ হয়েছে, তা একেবারেই বলা যায় না। মাত্র ১৫০ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। একাই চারটে উইকেট শিকার করেন জস হ্যাজেলউড। পাশাপাশি দুটো করে উইকেট তুলে নেন মিচেল মার্শ, প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ক। এই ম্যাচে ডেবিউ করেন ভারতীয় অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি। তিনিই দলের মধ্যে সর্বাধিক ৪১ রান করেন।
চা-পানের বিরতির পর ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। আর বল হাতে আগুন ছোটালেন জসপ্রীত বুমরাহ। ভারতীয় বোলারদের মধ্যে মাত্র তিনজনই প্রথমদিন বল করেছেন। এরমধ্যে বুমরাহ শিকার করেছেন চার উইকেট, মহম্মদ সিরাজ দুটো এবং হর্ষিত রানা একটি উইকেট নেন।