শেষ আপডেট: 11th February 2025 23:55
দ্য ওয়াল ব্যুরো: ভারতের জন্য বড় ধাক্কা! চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ (Champions Trophy 2025) থেকে ছিটকে গেলেন দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহ। পিঠের নীচের দিকে চোটের কারণে তিনি এই টুর্নামেন্টে খেলতে পারবেন না বলে জানিয়েছে বিসিসিআই।
মঙ্গলবার গভীর রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বোর্ডের নির্বাচক কমিটি জানিয়েছে, বুমরাহর পরিবর্তে দলে জায়গা পেয়েছেন ২৩ বছরের তরুণ পেসার হর্ষিত রানা।
এদিকে, স্কোয়াড নির্বাচনে আরও একটি চমক দিয়েছে বিসিসিআই। ওপেনার যশস্বী জয়সওয়ালকে বাদ দিয়ে দলে জায়গা করে নিয়েছেন স্পিনার বরুণ চক্রবর্তী। যশস্বী শুরুতে অস্থায়ী স্কোয়াডে থাকলেও চূড়ান্ত তালিকায় তাঁকে রাখা হয়নি।
ভারতের চূড়ান্ত স্কোয়াড (ICC Champions Trophy 2025 India Squad): রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্ত (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ শামি, অর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী।
তবে যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজ এবং শিভম দুবেকে সাবস্টিটিউট হিসাবে রাখা হয়েছে। প্রয়োজনে এই তিনজন দুবাই সফরে যেতে পারেন।
বুমরাহর না থাকা ভারতীয় বোলিং আক্রমণে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। তবে তরুণদের ওপর ভরসা রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামতে চলেছে টিম ইন্ডিয়া। এখন দেখার, নতুন সমীকরণ নিয়ে ভারতীয় দল কতটা এগিয়ে যেতে পারে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে!