শেষ আপডেট: 6th December 2024 08:27
দ্য ওয়াল ব্যুরো : টিম ইন্ডিয়ার তারকা পেসার জসপ্রীত বুমরাহ বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন। পারথ টেস্টে অজি ব্যাটাররা বুমরাহের গতি এবং সুইংয়ের সামনে কার্যত অসহায় হয়ে পড়ে। চলতি সিরিজের প্রথম টেস্ট ম্যাচে বুমরাহ মোট ৮ উইকেট শিকার করেন এবং তাঁর হাতে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেওয়া হয়।
এবার প্রত্য়েকেই অ্যাডিলেড টেস্টের দিকে তাকিয়ে রয়েছে। ভারতীয় ক্রিকেট সমর্থকদের আশা, অ্যাডিলেডেও বুমরাহের এই 'বুম-বুম' ফর্ম অব্যাহত থাকবে। অন্যদিকে, সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে জসপ্রীতের সামনে ইতিহাস গড়ার হাতছানি রয়েছে।
যদি অ্যাডিলেড টেস্ট ম্যাচে জসপ্রীত বুমরাহ আর একটা উইকেট শিকার করতে পারেন, তাহলেই চলতি ক্যালেন্ডার বর্ষে তিনি ৫০ টেস্ট উইকেটের চৌকাঠ স্পর্শ করতে পারবেন। আর যদি তিনি ৩ উইকেট শিকার করতে পারেন, তাহলে এক ক্যালেন্ডার বর্ষে টিম ইন্ডিয়ার প্রাক্তন পেস বোলার জাহির খানকেও টেক্কা দিতে পারেন। প্রসঙ্গত, ২০০২ সালে জাহির খান এক ক্যালেন্ডার বর্ষে মোট ৫১ টেস্ট উইকেট শিকার করেছিলেন। চলতি বছর বুমরাহ ১০ টেস্ট ম্যাচে ৪৯ উইকেট শিকার করেন।
বুমরাহ যেভাবে এগিয়ে চলেছেন, তাতে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বাধিক উইকেটশিকারি ভারতীয় বোলারের তকমাও তিনি পেতে পারেন। এই পরিসংখ্যানে গত ম্যাচেই রবিচন্দ্রন অশ্বিনকে পিছনে ফেলেছিলেন জসপ্রীত। অস্ট্রেলিয়ায় তিনি এখনও পর্যন্ত ৪০ উইকেট শিকার করেছেন। আর অশ্বিনের ঝুলিতে রয়েছে ৩৯ উইকেট। অস্ট্রেলিয়ার উইকেটে কপিল দেব ৫১ এবং অনিল কুম্বলে ৪৯ উইকেট শিকার করেছেন। কুম্বলেকে টেস্টে দিতে হলে বুমরাহকে এখনও ১০ উইকেট শিকার করতে হবে।