শেষ আপডেট: 2nd January 2025 15:05
দ্য ওয়াল ব্যুরো : রাত পোহালেই শুরু হবে সিডনি টেস্ট। শুক্রবার (৩ জানুয়ারি) থেকে পঞ্চম তথা অন্তিম টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারত এবং অস্ট্রেলিয়া। আর এই ম্যাচ শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ দুই দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করলেন। আয়োজন করা হয়েছিল এক নৈশভোজেরও।
এই প্রীতি-সাক্ষাতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলাদা করে বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরাহের সঙ্গে দেখা করলেন। সেই ছবিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। চলতি বর্ডার-গাভাসকার ট্রফিতে একমাত্র জসপ্রীত বুমরাহই অস্ট্রেলিয়ার রাতের ঘুম কেড়ে নিয়েছেন। আর তাই বুমরাহকে আটকাতে এক মজার আইন প্রণয়ন করতে চান অ্যান্থনি।
পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজে বুমরাহের বোলিং দেখে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী যারপরনাই উচ্ছ্বসিত। তিনি এই ভারতীয় বোলারের ভরপুর প্রশংসা করলেন। সেইসঙ্গে জসপ্রীতের জন্য আলাদা একটা ক্রিকেট নিয়ম চালু করার পরামর্শও দেন তিনি।
Australian PM said, "we could pass a law here that says Jasprit Bumrah has to bowl left-handed or off one step. Every time he has come onto bowl, he has been very exciting". ( The Age). pic.twitter.com/ZkowQ84FUc
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 1, 2025
আলবানেজ বললেন, 'আমাদের একটা নতুন আইন প্রণয়ন করা দরকার। সেখানে স্পষ্ট ভাষায় লেখা থাকবে, অস্ট্রেলিয়ার মাটিতে বুমরাহকে বাঁ হাতে বল করতে হবে। ও যখনই বল করতে আসে, মনের ভিতর একটা অজানা আশঙ্কা কাজ করে।'
সত্যি কথা বলতে কী, এই সিরিজে জসপ্রীত বুমরাহ নজরকাড়া পারফরম্যান্স করেছেন। এখনও পর্যন্ত চারটে টেস্ট ম্যাচে তিনি মোট ৩০ উইকেট শিকার করেছেন। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবথেকে দ্রুত ২০০ টেস্ট উইকেট শিকারের রেকর্ডও কায়েম করেছেন তিনি। মেলবোর্নে আয়োজিত গত টেস্ট ম্যাচেও বুমরাহ মোট ৯ উইকেট শিকার করেছিলেন।