শেষ আপডেট: 7th December 2024 14:32
দ্য ওয়াল ব্যুরো: ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট ম্যাচের আয়োজন করা হয়েছে। দ্বিতীয় দিন টি-ব্রেকের কিছুটা আগে টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ মারাত্মক চোট পেলেন। এই ঘটনার পর ভারতীয় ক্রিকেট দলের মুখ কার্যত শুকিয়ে গিয়েছিল। কারণ, পারথের মতো অ্যাডিলেড টেস্টেও ত্রাতা হয়ে উঠেছেন বুমরাহ।
অজি ইনিংসের ৮১ ওভারে বল করতে এসেছিলেন বুমরাহ। ওভারের তৃতীয় ডেলিভারিতে ট্রাভিস হেড একটি চোখ ধাঁধানো বাউন্ডারি হাঁকান। এই ডেলিভারি করার পরই বুমরাহের পায়ের পেশিতে টান ধরে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে বসে পড়েন।
বুমরাহকে এই অবস্থায় দেখেই দৌড়ে আসেন ভারতীয় ক্রিকেট দলের ফিজিও। এই দৃশ্য টিম ইন্ডিয়ার সমর্থকদের কাছেও একেবারে সুখকর ছিল না। তবে কিছুক্ষণ স্ট্রেচ করার পরই বুমরাহকে আবারও বল হাতে দেখতে পাওয়া যায়। শেষপর্যন্ত ওই ওভারটা কমপ্লিট করেন তিনি।
— Drizzyat12Kennyat8 (@45kennyat7PM) December 7, 2024
ইতিমধ্যে, অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনের জোড়া সেশন শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় সেশনটা কার্যত নাগরদোলার মতো ছিল। একদিকে ১৪১ বলে ১৪০ রান করলেন ট্রাভিস হেড। আবারও তিনি ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে জ্বলে ওঠেন। কিন্তু, এরপরও সাহসী প্রত্যাবর্তন করেছে টিম ইন্ডিয়া। আপাতত অস্ট্রেলিয়া ১৫২ রানে এগিয়ে রয়েছে। আর হাতে রয়েছে ২ উইকেট।
— Drizzyat12Kennyat8 (@45kennyat7PM) December 7, 2024
এই সেশনে টিম ইন্ডিয়ার হয়ে জোড়া উইকেট শিকার করেন মহম্মদ সিরাজ। তারমধ্যে একটা আবার ট্রাভিস হেডের উইকেট। তারমধ্যে বুমরাহের এই চোট কিছুটা হলেও অস্বস্তি বাড়াল। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়া কত তাড়াতাড়ি দ্বিতীয় ইনিংসে ব্য়াটিং শুরু করে, সেদিকেই সকলে তাকিয়ে রয়েছে।