শেষ আপডেট: 5th January 2025 06:36
দ্য ওয়াল ব্যুরো : টিম ইন্ডিয়ার সামনে সমস্যার এমনিতেই কোনও অভাব ছিল না। তার উপরে জসপ্রীত বুমরাহের চোট সেই কাটা ঘায়েই কার্যত নুনের ছিটে দিল। সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে জসপ্রীত বুমরাহ ব্যাট করতে নামলেও, বল করতে আর এলেন না।
সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়া মাত্র ১৫৭ রানে অলআউট হয়ে গিয়েছিল। এই রানের পুঁজি নিয়ে সিডনি টেস্ট ম্যাচে জয়লাভ করা কার্যত অসম্ভব বলেই আশঙ্কা করা হচ্ছে। যদিও জসপ্রীত বুমরাহ থাকলে, ভারতীয় ক্রিকেট দল কিছুটা হলেও স্বস্তিতে থাকতে পারতেন। কিন্তু, তেমনটা আর হল না।
ম্যাচের দ্বিতীয় দিনই চোটের কারণে লাঞ্চের আগে মাঠ ছেড়েছিলেন বুমরাহ। মধ্যাহ্নভোজের বিরতির পর তিনি মাঠে ফিরলেও, খুব বেশিক্ষণ বল করতে পারেননি। মাঠ তো ছাড়লেনই, সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালেও দৌড়তে হয়। দিনের শেষে জানা যায়, বুমরাহের পিঠে নাকি চোট লেগেছে। কিন্তু, সেই চোট কতটা গুরুতর ছিল, তা নিয়ে দলের পক্ষ থেকে কোনও আপডেট দেওয়া হয়নি।
কয়েকদিন আগে এই কথাটাই বলেছিলেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন পেসার শোয়েব আখতার। অতিরিক্ত ওয়ার্কলোডের কারণে যে কোনও সময় বুমরাহ চোট পেতে পারেন। শেষপর্যন্ত সেই বিপদটাই ঘটে গেল।
এই সিরিজে ভারতীয় ক্রিকেট দলের প্রধান বোলিং অস্ত্র ছিলেন জসপ্রীত বুমরাহ। অজি ব্যাটারদের কাছে দুঃস্বপ্ন হয়ে উঠেছিলেন। গোটা সিরিজে তিনি মোট ৩২ উইকেট শিকার করেন। আপাতত সিডনির দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলি টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিচ্ছেন। তবে ভারতকে তিনি এই বিপদের হাত থেকে বাঁচাতে পারবেন কি না, সেটাই আপাতত দেখার।