শেষ আপডেট: 3rd January 2025 05:29
দ্য ওয়াল ব্যুরো : সিডনি টেস্টে রোহিত শর্মাকে বাদ দেওয়া হবে, সেটা মোটামুটি সকলেই জেনে গিয়েছিলেন। শুক্রবার সকালে যখন জসপ্রীত বুমরাহ টস করতে এলেন, তখনই সেই সিদ্ধান্তে সিলমোহর পড়ে গেল। তবে বুমরাহ স্পষ্ট জানালেন, বিশ্রাম নেওয়ার সিদ্ধান্তটা রোহিতেরই ছিল। দলের স্বার্থেই এমন সিদ্ধান্ত তিনি গ্রহণ করেছেন।
বুমরাহ বললেন, 'আমাদের দলের অধিনায়ক এই ম্যাচে যথার্থ নেতৃত্বের পরিচয় দিয়েছেন। তিনি বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই সিদ্ধান্তই আমাদের দলে একতার পরিচয় দেয়। দলের স্বার্থে যেটা প্রয়োজন, সেটা করতে কেউ পিছপা হয় না। এই দলে দুটোই পরিবর্তন হয়েছে। রোহিত বিশ্রাম নিয়েছে। আর আকাশ দীপের চোট রয়েছে। ওর জায়গায় খেলতে নেমেছে প্রসিদ্ধ কৃষ্ণা।'
তবে বুমরাহের এই মন্তব্য কতটা গ্রহণযোগ্য, তা নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিপূর্বে শোনা গিয়েছিল, রোহিত শর্মার একের পর এক খারাপ ব্যাটিং পারফরম্য়ান্স নিয়ে টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর একেবারে সন্তুষ্ট ছিলেন না। এমনকী, মেলবোর্ন টেস্টে হারের পর গম্ভীর ক্ষোভে ফেটে পড়েছিলেন। কোনও ক্রিকেটারের নাম উল্লেখ না করলেও তিনি স্পষ্ট করে দিয়েছিলেন, 'অনেক হয়েছে, আর নয়।' কথাগুলো যে রোহিতের জন্যই ছিল, সেটা এখন আর কারোর বুঝতে বাকি নেই।
লাগাতার খারাপ পারফরম্যান্সের কারণে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা নির্বাচকদের আতসকাচের তলায় ছিলেনই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি বর্ডার-গাভাসকার ট্রফিতেও তিনি ব্যাট হাতে নজর কাড়তে পারেননি। গত বছর ১৫ ইনিংসে রোহিত মোট ১০ বার এক অঙ্কের রান করেছেন।
তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হল, গত পাঁচ ইনিংসে রোহিতের ব্যাট থেকে মাত্র ৩১ রান বেরিয়ে এসেছিল। যথাক্রমে ৩, ৬, ১০, ৩ এবং ৯ রান করে আউট হয়েছে। ব্যাটিং গড় ৬.২০। অস্ট্রেলিয়ার মাটিতে এত খারাপ পারফরম্যান্স এর আগে কোনও ভারতীয় ক্রিকেট অধিনায়ক করেননি। এই পরিস্থিতিতে পঞ্চম টেস্ট ম্য়াচের পরই রোহিত অবসরের সিদ্ধান্ত গ্রহণ করেন কি না, সেটাই আপাতত দেখার