শেষ আপডেট: 4th January 2025 06:36
দ্য ওয়াল ব্যুরো : অশ্বমেধের ঘোড়ার মতো দৌড়চ্ছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহ। স্বয়ং ঈশ্বরও বোধহয় তাঁকে আপাতত থামাতে পারবেন না। শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি অনন্য রেকর্ড গড়লেন তিনি।
আসলে, জসপ্রীত বুমরাহ প্রথম ভারতীয় বোলার যিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্ট সিরিজে সর্বাধিক উইকেট শিকার করেছেন। এই সিরিজে বুমরাহের ঝুলিতে আপাতত ৩২ উইকেট জমা পড়েছে। এই পরিসংখ্যানে তিনি বিষেন সিং বেদির রেকর্ড ভেঙে দেন। ১৯৭৭-৭৮ সালে বেদি ক্যাঙারু দলের বিরুদ্ধে ৩১ উইকেট শিকার করেছিলেন।
চলতি সিডনি টেস্টে এখনও পর্যন্ত বুমরাহ জোড়া উইকেট শিকার করেছেন। প্রথম দিনের শেষ বলে তিনি উসমান খোওয়াজার উইকেট শিকার করেন। দ্বিতীয় স্লিপে কেএল রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরে গিয়েছিলেন খোওয়াজা। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া এক উইকেট হারিয়ে ৯ রান করেছিলেন। খোওয়াজা করেছিলেন ২ রান।
???? HISTORY BY JASPRIT BUMRAH. ????
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 3, 2025
- Bumrah with 32 wickets becomes the most successful Indian bowler in a single Australian tour, surpassing Bishan Singh Bedi's 31 wickets. ???? pic.twitter.com/f7OsVdUmpQ
দ্বিতীয় দিনের সকালটাও অজিদের খুব একটা ভাল কাটল না। সৌজন্যে সেই জসপ্রীত বুমরাহই। সপ্তম ওভারের দ্বিতীয় বলে তিনি মারনাস লাবুশেনের উইকেট শিকার করেন। প্রথমে অন-ফিল্ড আম্পায়ার লাবুশেনকে আউট দিতে চাননি। রিভিউ নেওয়ার পর টিম ইন্ডিয়া সাফল্য অর্জন করে।