শেষ আপডেট: 10th December 2024 17:39
দ্য ওয়াল ব্যুরো : অ্যাডিলেডের পর চলতি টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচটা ব্রিসবেনে খেলবে ভারতীয় ক্রিকেট দল। আগামী ১৪ নভেম্বর গাব্বায় শুরু হবে এই মহারণ। দ্বিতীয় টেস্ট ম্যাচে হারের পর ফের টিম ইন্ডিয়া ঘুরে দাঁড়াতে চাইছে। ইতিমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট দল।
ভারতের এই অনুশীলনে বিরাট কোহলি থেকে রোহিত শর্মা, সবাইকে দেখতে পাওয়া গিল। কিন্তু, টিম ইন্ডিয়ার তারকা পেসার জসপ্রীত বুমরাহকে এই প্র্যাকটিস সেশনে দেখতে পাওয়া যায়নি। এই খবর প্রকাশ্যে আসতেই ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ হতাশ হয়ে পড়েছেন।
বর্ডার-গাভাসকার ট্রফিতে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করা হচ্ছে। এরমধ্যে ২ ম্যাচ খেলা হয়ে গিয়েছে। দুটো ম্যাচেই দুর্দান্ত বোলিং পারফরম্যান্স করেছেন জসপ্রীত বুমরাহ। বলা ভাল, টিম ইন্ডিয়া এই পেস বোলারের উপরই নির্ভরশীল ছিল। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলের থিঙ্ক-ট্যাঙ্ক অবশ্যই চাইবে, বুমরাহকে যেন পাঁচটা টেস্ট ম্যাচেই খেলানো যায়।
তৃতীয় টেস্ট ম্যাচের আগে ভারতীয় ব্যাটারদেরই অনুশীলন করতে দেখা গেল। কারণ, গত ২ টেস্ট ম্যাচের তিন ইনিংসে টিম ইন্ডিয়ার ব্যাটিং ডিপার্টমেন্টকে যথেষ্ট লড়াই করতে হয়েছে। এই তিনটে ইনিংসেই টিম ইন্ডিয়া ২০০-র কম রানে অলআউট হয়ে গিয়েছে।
চলতি টেস্ট সিরিজের ২ ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের হয়ে যশস্বী জয়সওয়াল এবং নীতিশ কুমার রেড্ডি দুর্দান্ত পারফরম্যান্স করলেন। পারথ টেস্টে জয়সওয়াল দুর্দান্ত শতরান করেছিলেন। অল্পের জন্য ডবল সেঞ্চুরি মিস করেন তিনি। এখনও পর্যন্ত এই সিরিজে তিনি ১৮৫ রান করেছেন।
পাশাপাশি এই টেস্ট সিরিজে ভারতীয় ক্রিকেট দলের হয়ে ডেবিউ করেছে নীতিশ কুমার রেড্ডি। অভিষেক টেস্ট ম্যাচেই তিনি যথেষ্ট নজর কেড়েছেন। দুটো ইনিংসেই তিনি ৪২ রান করেছেন। পাশাপাশি এই সিরিজে দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে সর্বাধিক রান করেছেন তিনি। তাঁর ব্যাট থেকে এখনও পর্যন্ত ১৬৩ রান বেরিয়ে এসেছে।