শেষ আপডেট: 12th September 2024 18:37
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট দলে এখনও এন্ট্রি পাননি ঈশান কিষান। তবে ২০২৪ দলীপ ট্রফিতে তাঁর ব্যাট থেকে ঝকঝকে শতরান বেরিয়ে এল। প্রথম ম্যাচ থেকে ঈশান ছিটকে গেলেও, দ্বিতীয় ম্যাচে আচমকা তিনি দলে জায়গা পান। আর এই সুযোগটাই তিনি সুন্দরভাবে কাজে লাগালেন।
এই টুর্নামেন্টে ইন্ডিয়া সি দলের হয়ে খেলতে নেমেছেন ঈশান কিষান। বৃহস্পতিবার ইন্ডিয়া বি-র বিরুদ্ধে তিনি দুর্দান্ত শতরান করলেন। অনেকে তো আবার বলতে শুরু করেছেন, এই সেঞ্চুরির মাধ্যমেই ঈশান বোর্ডের নির্বাচকদের কড়া বার্তা দিলেন।
বাঁ-হাতি ব্যাটার ঈশান ৮৮ স্ট্রাইক রেটে প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম শতরান করেন। যদি তিনি নিজের এই ফর্ম ধরে রাখতে পারেন, তাহলে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে টিম ইন্ডিয়ার দরজা খুলে যেতে পারে।
গত মাসে বুচিবাবু টুর্নামেন্টে শতরানের হাত ধরে লাল বলের ক্রিকেটে কামব্যাক করেছিলেন ঈশান কিষান। বৃহস্পতিবার দলীপ ট্রফিতে তিনি ১২৫ বলে ১১১ রান করেন। তাঁর এই ইনিংসে ১৪টি বাউন্ডারি এবং তিনটে ছক্কা রয়েছে। এই ম্যাচে বাবা ইন্দ্রজিতের সঙ্গে তিনি একটি শক্তিশালী পার্টনারশিপ গড়ে তোলেন। ইন্দ্রজিৎ ১৩৬ বলে ৭৮ রান করেছেন। এই দুই ক্রিকেটারের মধ্যে চতুর্থ উইকেটে ১৮৯ রানের পার্টনারশিপ গড়ে উঠেছে।