শেষ আপডেট: 30th September 2024 08:49
দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়ার দরজা কি চিরকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষানের জন্য? আপাতত এই প্রশ্নেই সরগরম ভারতীয় ক্রিকেটমহল।
সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এই দলে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু, উইকেটকিপার হিসেবে দলে নেওয়া হয়েছে অভিজ্ঞ সঞ্জু স্যামসনকে।
কেন স্যামসন? আসলে, ভারতীয় ক্রিকেট দলের তারকা উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছেন। সেকারণে টি-২০ সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আশা করা হয়েছিল, ঈশান কিষানকে টিম ইন্ডিয়ায় হয়তো আরও একটা সুযোগ দেওয়া হবে। কিন্তু, তেমন কোনও ইচ্ছা ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকদের একেবারে ছিল না।
বিগত কয়েকমাস ধরেই ভারতীয় ক্রিকেট স্কোয়াডে ঈশান কিষানকে দেখতে পাওয়া যায়নি। ইতিপূর্বে, তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনেছিল বিসিসিআই। তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলতে বলা হলেও, সেকথা শোনেননি তিনি। সেকারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক আর্থিক চুক্তি থেকে ঈশানের নাম বাদ দেওয়া হয়। এরপর তো টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে থাকার কোনও প্রশ্নই ওঠে না।
তবে ঈশান কিন্তু ঘরোয়া ক্রিকেটে আবারও ফিরে এসেছেন। শুধুমাত্র ফিরেছেন বললে বোধহয় ভুল হবে, দুর্দান্ত কামব্যাক করেছেন তিনি। বুচিবাবু টুর্নামেন্টে শতরানের পর দলীপ ট্রফিতেও তাঁর ব্যাট থেকে ঝকঝকে সেঞ্চুরি বেরিয়ে এসেছে।
তাহলে অসুবিধেটা কোথায়? যে ছেলেটা ঘরোয়া ক্রিকেটে কামব্যাক করেছে, একের পর এক সেঞ্চুরি হাঁকাচ্ছে, তাঁকে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে সুযোগ দিতে অসুবিধেটা কোথায়? যদি সঞ্জু স্যামসনের কথা বলতে হয়, তাহলে শেষ পাঁচটা আন্তর্জাতিক টি-২০ ইনিংসের মধ্যে দু'বার শূন্য রানে আউট হয়েছেন। যদিও দলীপ ট্রফিতে তিনি একটি সেঞ্চুরি (১০৬) করেছেন। সেই সেঞ্চুরি তো ঈশানেরও রয়েছে। বরং তিনি ১১১ রান করেছেন। তাহলে কি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কোনও রাজনীতির শিকার হচ্ছেন ঈশান? ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক অজিত আগরকরের মনপসন্দ না হওয়ার কারণেই টিম ইন্ডিয়ার প্রথম একাদশে জায়গা হচ্ছে না ঈশানের? সেই উত্তর এখনও পাওয়া যায়নি।