শেষ আপডেট: 3rd January 2025 07:09
দ্য ওয়াল ব্যুরো : ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে পঞ্চম টেস্ট ম্যাচ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এই ম্যাচটি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে খেলা হচ্ছে। তবে ম্যাচে এখনও পর্যন্ত সবথেকে বড় আলোচনার বিষয় হল, রোহিত শর্মা খেলছেন না। তিনি এই টেস্ট ম্যাচের প্রথম একাদশ থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন। দিনের প্রথম সেশনে ভারতীয় ক্রিকেট দল ৩ উইকেট হারিয়ে ৫৭ রান রান করেছে। আপাতত ব্যাট করছেন বিরাট কোহলি (১২)।
বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিস্তর জলঘোলা শুরু হয়েছে। অনেকে বলছেন, গৌতম গম্ভীরের সঙ্গে দুরত্বের কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন রোহিত। কেউ কেউ আবার বলছেন, রোহিতের এই সিদ্ধান্ত যথেষ্ট বলিষ্ঠ এবং সাহসী। এবার এই বিতর্কের আগুনেই কিছুটা হাত সেঁকলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান।
সিডনি টেস্ট ম্যাচে কমেন্ট্রি করার সময় ইরফান বললেন, 'রোহিত শর্মার ব্যাট যে একেবারে চলছিল না, সেটা ও নিজেও ভাল করে জানত। অনেক ব্যাটারই এই আঁচটা পেয়ে যায়। রোহিত নিজেই বুঝতে পারছিল না যে ও আর লড়াই করার জায়গায় নেই। এর থেকে ছেড়ে দেওয়াই শ্রেয়।'
Irfan Pathan and Jatin Sapru talking about Rohit Sharma and his decision to take rest in SCG Test Match.pic.twitter.com/0yBuFKZEHa
— Tanuj Singh (@ImTanujSingh) January 3, 2025
তিনি আরও যোগ করেন, 'দলের কথা মাথায় রেখেই রোহিত এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। শুভমান গিল যথেষ্ট ভাল ছন্দে রয়েছেন। সেকারণে ওকে খেলানো উচিত। একটা দলের অধিনায়ক হিসেবে নিজের নাম প্রত্যাহার করার ক্ষমতা সকলের মধ্যে থাকে না।'
দ্বিতীয় সন্তান জন্মের কারণে পারথ টেস্টে তিনি খেলতে পারেননি। অ্যাডিলেড টেস্টে দলে ফিরলেও তিনি টিম ইন্ডিয়ার ওপেনিং জুটি ভাঙতে চাননি। অবলীলায় ৬ নম্বরে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
অ্যাডিলেড এবং ব্রিসবেনে মিডল অর্ডারে ব্যাট করতে নামলেও, রোহিত রান করতে পারেননি। এরপর টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তেই মেলবোর্নে আবারও ওপেনিং স্লটে তাঁকে দেখতে পাওয়া যায়। কিন্তু, চতুর্থ টেস্ট ম্যাচেও তাঁর ব্যাটে রানের খরা অব্যাহত ছিল। শেষ পর্যন্ত পঞ্চম টেস্ট ম্যাচে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।