শেষ আপডেট: 6th January 2025 16:16
দ্য ওয়াল ব্যুরো : ২০২৪-২৫ বর্ডার গাভাসকার ট্রফিতে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে। এই সিরিজে ভারতীয় ক্রিকেট দল একেবারে ভাল পারফরম্যান্স করতে পারেনি। শেষপর্যন্ত ১-৩ ব্যবধানে হেরে গিয়েছে ভারত। গোটা সিরিজ জুড়েই টিম ইন্ডিয়ার ব্যাটিং ডিপার্টমেন্টের বিরুদ্ধে উঠেছে অভিযোগের আঙুল। ভারতীয় ব্যাটিং ব্রিগেডের রথী-মহারথীরা এই চূড়ান্ত ফ্লপ হয়ে মুখ ডুবিয়েছেন। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান ক্ষোভে ফেটে পড়লেন।
এই সিরিজে টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি একেবারেই রান করতে পারেননি। পাঁচ ম্যাচের ৯ ইনিংসে তিনি মাত্র ১৯০ রানই করতে পেরেছেন। এরমধ্যে আবার একটা সেঞ্চুরিও রয়েছে। বিরাটের এমন ব্যাটিং দেখার পর ভারতীয় ক্রিকেট সমর্থকরা যারপরনাই হতাশ হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে বিরাট কোহলির বিরুদ্ধে উঠতে শুরু করেছে সমালোচনার ঝড়। টিম ইন্ডিয়ার প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান বিরাট কোহলিকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ থেকে বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁর দাবি, বিরাটের জায়গায় কোনও তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়া হলে আরও ভাল পারফরম্যান্স করতে পারবে।
টিম ইন্ডিয়ার পরাজয় নিয়ে স্টার স্পোর্টসে সুনীল গাভাসকারের সঙ্গে আলোচনা করছিলেন ইরফান পাঠান। সেখানেই টিম ইন্ডিয়ার এই প্রাক্তন অলরাউন্ডার বলেন, 'ভারতীয় ক্রিকেট দলে এবার সুপারস্টার কালচার শেষ হওয়া দরকার। টিম কালচার তৈরি হওয়া একান্ত প্রয়োজনীয়। আপনার পারফরম্যান্স আরও ভাল করতে হবে। এটা আপনার নিজের জন্য এবং দলের জন্য ভাল হবে।' সেইসঙ্গে পাঠান আরও যোগ করেছেন, 'এই সিরিজের আগেও তো ম্যাচ ছিল। ঘরোয়া ক্রিকেট খেলার সুযোগ ছিল। কিন্তু, বিরাট সেইসব খেলার প্রয়োজনীয়তা অনুভব করেননি। এই কালচার অবিলম্বে পরিবর্তন করতে হবে।'
ভারতীয় ক্রিকেট দলের এই প্রাক্তন অলরাউন্ডারের কথায়, 'সচিন তেন্ডুলকরও তো রনজি ট্রফি খেলতেন। ওঁর রনজি খেলার দরকার কী ছিল? কোহলি শেষ কবে রনজি ট্রফি খেলেছেন? সেটাও বোধহয় এক দশকের বেশি সময় কেটে গিয়েছে।' ইরফানের কথায়, ভারতীয় ক্রিকেট দলের সাফল্যে বিরাট কোহলির অবদান অনস্বীকার্য। একাধিক নজরকাড়া পারফরম্যান্স করেছেন তিনি। কিন্তু, বারংবার একই ভুলের পুনরাবৃত্তি ঘটিয়ে তাঁকে আউট হতে হচ্ছে। কিন্তু, দুঃখের বিষয় হল বিরাট নিজের এই ভুলটা শোধরাতেই চাইছেন না। সানি স্যার তো এখানেই রয়েছেন। ওঁর থেকে সামান্য পরামর্শ নিতে আর কতই বা সময় লাগে!ইতিমধ্যে ব্যাপারটি নিয়ে যথেষ্ট জলঘোলা শুরু হয়েছে।