শেষ আপডেট: 26th March 2025 16:38
দ্য ওয়াল ব্যুরো: ২০০৮ সালে জার্নি শুরু। কিন্তু আইপিএলের আসল পালাবদলের সূত্রপাত ২০১৮ সাল থেকে৷ নেপথ্যে কিছু চুক্তি, দর্শকদের রুচি পরিবর্তন, মালিকানা ও স্বত্বের হাতবদল। যার জেরে ২০১৮ সাল থেকে আজ পর্যন্ত দুনিয়ার এক নম্বর ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ভিউয়ারশিপ ৪০ শতাংশ বেড়েছে। সম্প্রতি একটি আলোচনাসভায় এমনটাই জানালেন আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলে জিওস্টার স্পোর্টসের কর্ণধার সংযোগ গুপ্ত।
উদ্বোধনী মরশুমের পর থেকে বেশ কয়েকবার আইপিএল সম্প্রচারে পথ পরিবর্তন হয়েছে। তবে এবছরের মতো চোখধাঁধানো বদল স্মরণযোগ্য সময়ে হয়েছে বলে কেউ মনে করতে পারছেন না। টুর্নামেন্ট শুরুর আগে গাঁটছড়া বাঁধে রিলায়েন্স ও হটস্টার। তারপর দুইয়ে মিলে নাম নেয় ‘জিওহটস্টার’। আর্থিক চুক্তির পরিমাণ ৭০ হাজার ৩৫২ কোটি টাকা। যে কারণে গতবারের মতো হটস্টার (ডিজিটাল অ্যাপ) ও স্টার স্পোর্টসের (টিভি) পরিবর্তে জিওহটস্টার ও জিওস্টারে সমস্ত খেলার লাইভ, হাইলাইটস ও অফিশিয়াল বিচার-বিশ্লেষণ, আলোচনা সম্প্রচারিত হচ্ছে।
এই প্রসঙ্গে সংযোগের মন্তব্য, ‘২০০৮ সালে স্টারের জন্য আমরা আইপিএলের স্বত্ব কিনেছিলাম৷ তারপর থেকে এখন পর্যন্ত টিভি ভিউয়ারশিপ ৪০ শতাংশ বেড়েছে৷ আইপিএল তখনই যথেষ্ট পরিণত ছিল৷ তারপরেও যে তা এতটা বিকশিত হয়েছে, এর থেকে দুটো জিনিস স্পষ্ট। এক: আইপিএলের মধ্যে বরাবর বিকাশের সম্ভাবনা ছিল, যেটা কেউ দেখতে পায়নি। দুই: বাজারও যে একই রকম সম্ভাবনাময়, তাও সবার নজর এড়িয়ে যায়। কেউ কল্পনাও করতে পারেনি৷ এখান থেকেই স্টারের আইপিএল জার্নি শুরু৷ এখন যেটা জিওহটস্টারের সঙ্গে এগিয়ে চলেছে।’
নয়া স্বত্বচুক্তির পর জিওর সঙ্গে আলাদা কোনও কিছুর পরিকল্পনা? সংযোগ জানান, ডিজিটাল মিডিয়ার ব্যাপক উত্থান সত্ত্বেও তাঁরা টেলিভিশন ভিউয়ারশিপকে প্রাধান্য দিতে চান। টিভি এখনও দর্শক ধরে রাখার অন্যতম মাধ্যম, মত জিওস্টার স্পোর্টস সিইও-র। যুক্তি দিয়ে বললেন, ‘দেশের ২৫ থেকে ২৭ কোটি পরিবারের মধ্যে ১৫ থেকে ২৬ কোটি বাড়িতে টিভি দেখা হয়৷ আর এখানেই আমাদের উন্নতির সুযোগ রয়েছে৷’
সেই যুযোগ হাতছাড়া করতে যে কোনওভাবেই নারাজ তাঁরা, সে কথা সাফ বুঝিয়ে দিয়েছেন সংযোগ৷ এবার ১৭০ জন বিশেষজ্ঞ, যাঁদের মধ্যে প্রাক্তন ক্রিকেটাররাও রয়েছেন ও ১২টি আঞ্চলিক ভাষায় ধারাভাষ্যের মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে আইপিএল৷ আর এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন অনেকে। যাঁদের মধ্যে রয়েছেন মহেন্দ্র সিং ধোনিও৷