শেষ আপডেট: 13th January 2025 14:05
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ আইপিএল টুর্নামেন্ট নিয়ে একটা বড়সড় আপডেট সামনে এসেছে। ইতিমধ্যে বদলে গিয়েছে এই টুর্নামেন্টের সূচি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন মরশুম আগামী ১৪ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু, এই টুর্নামেন্ট আগামী ২১ মার্চ থেকে শুরু হবে। সেইসঙ্গে ফাইনাল ম্যাচের তারিখ এবং ভেন্যু নিয়েও গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। এই ব্যাপারে মুখ খুলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা।
স্পোর্টস স্টারে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, আগামী ২১ মার্চ ২০২৫ আইপিএল টুর্নামেন্টের প্রথম ম্যাচ আয়োজন করা হবে। আর ফাইনাল ম্যাচ খেলা হবে আগামী ২৫ মে। ইতিপূর্বে এই টুর্নামেন্ট আগামী ১৪ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু, এবার সেই সূচি পরিবর্তন করা হয়েছে। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামকে একটা বড় সুযোগ দেওয়া হতে পারে। প্রথম দুটো কোয়ার্চার ফাইনাল ম্যাচ এখানেই খেলা হবে। এই রিপোর্টে দাবি করা হয়েছে, রাজীব শুক্লা নিজেই নাকি আইপিএল টুর্নামেন্টের ব্যাপারে আপডেট দিয়েছেন।
২০২৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে এই বছর ইডেন গার্ডেন্সেই ফাইনাল ম্যাচ আয়োজন করা হবে। পাশাপাশি প্লে-অফের ম্যাচও এখানেই খেলা হবে। শীঘ্রই এই ব্যাপারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড একটি বৈঠক করবে।
এই রিপোর্ট অনুসারে, ২০২৫ মহিলা প্রিমিয়ার লিগ নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে। এই টুর্নামেন্টের জন্য মোট চারটে ভেন্যু নির্বাচন করা হবে। দেশের মোট চারটে শহরে আয়োজন করা হবে এই টুর্নামেন্ট। এরমধ্যে নাম রয়েছে মুম্বই, লখনউ, বেঙ্গালুরু এবং বরোদা। কিন্তু, এই টুর্নামেন্ট কবে থেকে শুরু হবে, সেই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানতে পারা যায়নি।
২০২৪ আইপিএল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে কেকেআর। শেষপর্যন্ত তারা ৮ উইকেটে জয়লাভ করে। এই টুর্নামেন্টের পয়েন্টস টেবিলেও কলকাতা নাইট রাইডার্স শীর্ষস্থানেই ছিল। তারা মোট ১৪ ম্যাচের মধ্যে ৯ ম্যাচে জয়লাভ করে। মাত্র তিনটে ম্যাচই তাদের হারতে হয়। অন্যদিকে, ১৪ ম্যাচের মধ্যে আটটায় জিতেছিল হায়দরাবাদ।