শেষ আপডেট: 31st October 2024 15:39
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে চলে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। গোটা ক্রিকেট বিশ্ব আপাতত অধীর আগ্রহে অপেক্ষা করছে। আইপিএল টুর্নামেন্টের ১০ ফ্র্যাঞ্চাইজি নিজেদের রিটেনশন তালিকা জারি করতে চলেছে। ৩১ অক্টোবর বিকেল চারটের মধ্যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের হাতে এই তালিকা তুলে দিতে হবে। রিটেনশন তালিকা প্রকাশের আগে যাবতীয় নিয়মাবলী সম্পর্কে আলোচনা করে নেওয়া যাক।
২০২৫ আইপিএল টুর্নামেন্ট শুরুর আগে মেগা অকশনের আয়োজন করা হবে। তবে এই নিলাম অনুষ্ঠানের আগে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি ৬ জন করে ক্রিকেটার রিটেন করতে পারবে। সেক্ষেত্রে সরাসরি রিটেনশন কিংবা আরটিএম কার্ড ব্যবহার করা হতে পারে। এই ৬ জনের মধ্যে একটি ফ্র্যাঞ্চাইজি সর্বাধিক পাঁচজন ক্যাপড এবং দুজন আনক্যাপড ক্রিকেটারকে রিটেন করতে পারবে।
রাইট টু ম্যাচ এমন একটা নিয়ম যা ব্যবহার করে কোনও দল মেগা অকশনে একজন ক্রিকেটারকে ফের নিজেদের দলে টানতে পারে। ২০২২ মেগা অকশন থেকে এই নিয়মটা সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু, আরও একবার সেটা চালু করা হয়েছে। এই নিয়ম অনুসাকে কোনও ক্রিকেটারের নাম যখন নিলাম অনুষ্ঠানে ঘোষণা করা হয়, তখন একাধিক ফ্র্যাঞ্চাইজি তাঁর জন্য দর হাঁকতে পারে।
এরপর যে ফ্র্যাঞ্চাইজি ওই ক্রিকেটারকে রিলিজ করেছিল, তাদের জিজ্ঞাসা করা হয় যে সংশ্লিষ্ট ক্রিকেটারের জন্য আরটিএম কার্ড ব্যবহার করতে চায় কি না। যদি ওই ফ্র্যাঞ্চাইজি কার্ড ব্যবহার করে, তাহলে শেষবার যে টাকা দিয়ে তারা ওই ক্রিকেটারকে দলে নিয়েছিল, এবারও সেই একই আর্থিক চুক্তিতে সই করাতে পারে।
এবারের আইপিএল টুর্নামেন্টে মেগা অকশনের আগে ১০ ফ্র্যাঞ্চাইজির পার্স বাড়িয়ে ১২০ কোটি টাকা করা হয়েছে। আগেই টাকার এই অঙ্কটা ১১০ কোটি টাকা ছিল। কিন্তু, এই মরশুমে টাকার অঙ্কটা বাড়িয়ে দেওয়া হয়েছে। কোনও ফ্র্যাঞ্চাইজির রিটেনশন তালিকায় প্রথম স্থানে যে ক্রিকেটার থাকবেন তাঁকে ১৮ কোটি টাকা দিতে হবে। এরপর দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের যথাক্রমে ১৪ কোটি এবং ১১ কোটি টাকা দিতে হবে।