শেষ আপডেট: 28th October 2024 16:26
দ্য ওয়াল ব্যুরো: হাতে আর একেবারে বেশি সময় নেই। আগামী ৩১ অক্টোবর বিকেল পাঁচটার মধ্যে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের রিটেনশন লিস্ট জমা করতে হবে। ইতিমধ্যে শোনা যাচ্ছে, কলকাতা নাইট রাইডার্স শিবির ছাড়তে পারেন শ্রেয়স আইয়ার। সূত্রের খবর, বেশ কয়েকটি দল তাঁকে বেশি টাকা অফার করেছে। সেকারণেই এই সিদ্ধান্ত তিনি গ্রহণ করেছেন।
প্রসঙ্গত, কলকাতা নাইট রাইডার্স ২০২৪ সালে আইপিএল টুর্নামেন্টের খেতাব জয় করেছে। এই বছর কেকেআর ব্রিগেডকে নেতৃত্ব দিয়েছেন শ্রেয়স আইয়ার। ফলে, তিনি যদি অন্য কোনও ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেন, তাহলে নাইট সমর্থকদের বুকে যে একটা বড়সড় ধাক্কা লাগবে, তা বলা যেতেই পারে।
ইতিপূর্বে, ১০ বছর আগে অর্থাৎ ২০১৪ সালে শেষবার আইপিএল টুর্নামেন্ট জিতেছিল কেকেআর। সেইসময় এই দলের অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। এই বছর তিনি দলের মেন্টর হিসেবে কাজ করেন। যদিও টিম ইন্ডিয়ার কোচ হওয়ার পর গম্ভীরকে এই আসন ছেড়ে দিতে হয়েছে।
আইপিএল টুর্নামেন্টে শ্রেয়স আইয়ারের ক্যাপ্টেন্সি রেকর্ড কিন্তু বেশ পুরনো। ইতিপূর্বে তিনি দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিয়েছিলেন। ইএসপিএন ক্রিকইনফোয় প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে ইতিমধ্যে যথেষ্ট আলোচনা শুরু হয়ে গিয়েছে। সেখানে বলা হয়েছে, শ্রেয়স আইয়ার কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়কত্ব ছাড়বেন কি না, সেই ব্যাপারে এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি থেকে তাঁকে মোটা অঙ্কের টাকা অফার করা হয়েছে।
অন্যদিকে, শোনা যাচ্ছে যে ঋষভ পন্থ নাকি দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়কত্ব ছাড়তে পারেন। ইতিমধ্যে তিনি সোশ্যাল মিডিয়ায় দিল্লি ক্যাপিটালসকে আনফলো করে দিয়েছেন। এরপর সমর্থকরা আশা করছেন, তাঁকে নিলাম অনুষ্ঠানে দেখতে পাওয়া যাবে। যদিও আগামী ৩১ অক্টোবরের মধ্যেই গোটা বিষয়টা স্পষ্ট হয়ে যাবে।