শেষ আপডেট: 31st October 2024 22:37
দ্য ওয়াল ব্যুরো: গত আইপিএল টুর্নামেন্টে কম মাতামাতি হয়নি। মিনি অকশনে ২৪.৭৫ কোটি টাকায় মিচেল স্টার্ককে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আশা ছিল, যে পরিমাণ অর্থ তাঁর অ্যাকাউন্টে ঢুকেছে, সেই অনুপাতে হয়ত পারফরম্য়ান্সটাও করতে পারবেন।
কিন্তু, কোথায় কী? ২০২৪ আইপিএল টুর্নামেন্টের প্রাথমিক পর্বে স্টার্কের পারফরম্য়ান্স কেকেআর ম্য়ানেজমেন্ট এবং সমর্থকদের রীতিমতো হতাশ করে তুলেছিল। প্রথম দুটো ম্যাচ মিলিয়ে তিনি ১০০ রান দিলেও কোনও উইকেট শিকার করতে পারেননি। যদিও প্লে-অফ পর্বে নিজের যোগ্যতার প্রতি কিছুটা হলেও সুবিচার করেছিলেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের এই বিশ্বকাপার। কিন্তু, মেগা অকশনের আগে তাঁকে কেকেআর ব্রিগেড যে রিলিজ করে দেবে, তা একপ্রকার কনফার্ম ছিল।
এবার প্রশ্ন হচ্ছে, স্টার্কের মতো একজন অভিজ্ঞ বোলারকে রিলিজ করে কলকাতা নাইট রাইডার্স কোনও ভুল সিদ্ধান্ত গ্রহণ করল না তো? একেবারেই কোনও ভুল সিদ্ধান্ত নয়। ওই টাকায় যদি কোনও ভারতীয় পেসারকে কলকাতা তুলতে পারে, তাহলে অবশ্যই লাভবান হবে।
প্রসঙ্গত, পঞ্জাব কিংস কিন্তু আর্শদীপ সিংকে ছেড়ে দিয়েছে। জাতীয় ক্রিকেট দলে আর্শদীপ যতটুকু সুযোগ পেয়েছেন, তার থেকে অনেক বেশি পারফরম্য়ান্স করেছে। সবথেকে বড় কথা, রয়্য়াস চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছেড়ে দিয়েছে মহম্মদ সিরাজকে। এটা অবশ্যই অপ্রত্যাশিত সিদ্ধান্ত। ফলে, পেস বোলিং ডিপার্টমেন্টে কলকাতা নাইট রাইডার্সের হাতে যে অনেকগুলো অপশন থাকবে, তা বলাই বাহুল্য।
তবে কেকেআর সমর্থকদের একাংশ আবার বলতে শুরু করেছেন, স্টার্ককে আপাতত রিলিজ করা হলেও মেগা অকশনের সময় আরটিএম কার্ড ব্যবহার করে আবারও তাঁকে দলে নিতে পারে কলকাতা। ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় উপমহাদেশে স্টার্ক যথেষ্ট সফল হয়েছিলেন। তিনি অভিজ্ঞ। তাঁর সুইং এবং গতি বৈচিত্র্য অন্যদের থেকে অনেক বেশি কার্যকরী। এই পরিস্থিতিতে শাহরুখ খান অ্যান্ড কোম্পানি শেষপর্যন্ত কী সিদ্ধান্ত গ্রহণ করেন, সেটাই দেখার।