শেষ আপডেট: 20th November 2024 12:44
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ আইপিএল টুর্নামেন্টের মেগা নিলাম সৌদি আরবের জেদ্দা শহরে আয়োজন করা হবে। ঘোষণা করা হয়েছে, আগামী ২৪ এবং ২৫ নভেম্বর এই নিলাম অনুষ্ঠান করা হবে। এই মেগা অকশনে অংশগ্রহণ করতে চলেছেন ১,৫৭৪ জন ক্রিকেটার। এরমধ্যে ৪০৯ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন।
তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, এবারের আইপিএল মেগা অকশনে ইটালির এক ক্রিকেটার অংশগ্রহণ করতে চলেছেন। ইতিমধ্য়ে নিজের নামও রেজিস্টার করিয়ে ফেলেছেন তিনি। তাঁর রেজিস্ট্রেশন নম্বর হল ৩২৫। কে এই ক্রিকেটার? আসুন, জেনে নেওয়া যাক।
এই ক্রিকেটারের নাম থমাস জ্যাক ড্রেকা। আইপিএল ইতিহাসে এই প্রথমবার তিনি নিলাম অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চলেছে। পাশাপাশি এই প্রথমবার আইপিএল নিলামে ইটালির কোনও ক্রিকেটার অংশগ্রহণ করলেন।
চলতি বছর জুন মাসেই ইটালির হয়ে টি-২০ ডেবিউ করেছেন থমাস জ্যাক ড্রেকা। লুক্সেমবার্গের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন তিনি। এখনও পর্যন্ত ড্রেকা চারটে টি-২০ ম্যাচ খেলেছেন। শিকার করেছেন ৮ উইকেট।
উল্লেখ্য, এই প্রথমবার আইপিএল নিলামে নিজের নাম লেখালেও মুম্বই ইন্ডিয়ান্স দলের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক রয়েছে। তিনি ILT20 ফ্র্যাঞ্চাইজি MI এমিরেটস দলের সদস্য।
কানাডা টি-২০ লিগে খেলেছেন থমাস জ্যাক ড্রেকা। ILT20 ফ্র্যাঞ্চাইজি MI এমিরেটস দলের সদস্য হওয়ার সুবাদে অনেকেই মনে করছেন, মুম্বই ইন্ডিয়ান্স আসন্ন নিলামে তাঁকে টার্গেট করতে পারে। তবে এই ব্যাপারে এখনও যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে।