শেষ আপডেট: 20th November 2024 12:44
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল টুর্নামেন্টের মেগা নিলাম অনুষ্ঠান কবে হবে, তা নিয়ে ইতিমধ্যে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। অবশেষে প্রকাশ্যে এল দিনক্ষণ। জানা গিয়েছে, চলতি মাসের ২৪ এবং ২৫ নভেম্বর এই মেগা অকশনের আয়োজন করা হবে। সৌদি আরবের জেদ্দায় এই অনুষ্ঠানটি করা হচ্ছে।
গত ৪ নভেম্বর পর্যন্ত আইপিএল ক্রিকেটারদের নাম রেজিস্ট্রেশনের সময় ছিল। জানা গিয়েছে, এই নিলাম অনুষ্ঠানে মোট ১,৫৭৪ নাম নথিভূক্ত করিয়েছেন। এরমধ্যে ১,১৬৫ জন ভারতীয় এবং ৪০৯ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন।
এই তালিকার মধ্যে আবার ৩২০ জন ক্যাপড ক্রিকেটার রয়েছেন। ১,২২৪ জন রয়েছেন আনক্যাপড ক্রিকেটার। আর ৩০ জন অ্যাসোসিয়েট নেশনস থেকে নাম লিখিয়েছেন। প্রসঙ্গত, প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি সর্বাধিক ২৫ জন করে ক্রিকেটার দলে নিতে পারবে। অর্থাৎ এই নিলাম অনুষ্ঠানে মোট ২০৫ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত হবে।
এবারের আইপিএল মেগা অকশন যে তারকা খচিত হতে চলেছে, সেটা আলাদা করে বলার দরকার পড়ে না। নিলামে অংশগ্রহণ করতে চলেছেন ঋষভ পন্থ, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার এবং আর্শদীপ সিংয়ের মতো তারকা ভারতীয় ক্রিকেটাররা। ১০ ফ্র্যাঞ্চাইজি ২০৪ ক্রিকেটারের জন্য মোট ৬৪১.৫ কোটি টাকা খরচ করতে পারবেন। আপাতত এই ১০ ফ্র্যাঞ্চাইজি মোট ৪৬ জন ক্রিকেটারকে রিটেন করেছেন। মোট খরচ হয়েছে ৫৫৮.৫ কোটি টাকা।
এবারের আইপিএল নিলাম অনুষ্ঠানে প্রতিটা ফ্র্যাঞ্চাইজি তাদের পার্সে ১২০ কোটি টাকা নিয়ে লড়াই করতে পারবে। গত ৩১ অক্টোবর রিটেনশন তালিকা সামনে আসার পর পঞ্জাব কিংসের পার্সে সবথেকে বেশি ১১০.৫ কোটি টাকা রয়েছে।