শেষ আপডেট: 21st October 2024 19:20
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ আইপিএল টুর্নামেন্ট শুরু হওয়ার আগে একটি মেগা নিলাম অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এই নিলাম অনুষ্ঠানের আগে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি নিজেদের সংসার গোছাতে শুরু করেছে। আগামী ৩১ অক্টোবর বিকেল পাঁচটার মধ্যে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিকে নিজেদের রিটেনশন তালিকা জমা করতে হবে। এবারের মেগা নিলাম অনুষ্ঠান বিদেশে আয়োজন করা হতে পারে। এবার এই অনুষ্ঠান সম্পর্কিত একটি বড়সড় আপডেট প্রকাশ্যে এসেছে।
হিন্দুস্তান টাইমসে প্রকাশিত একটি রিপোর্ট অনুসারে এবারের মেগা নিলাম অনুষ্ঠান সৌদি আরবের রাজধানী রিয়াধে আয়োজন করা হতে পারে। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এখনও এই ব্যাপারে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে একটি বিশ্বস্ত সূত্র মারফৎ জানা গিয়েছে, আগামী ২৪ এবং ২৫ নভেম্বর এই মেগা অকশন আয়োজন করা হতে পারে। প্রস্তুতি গ্রহণের জন্য ইতিমধ্যে বিসিসিআই-এর একটি দল রিয়াধে পৌঁছে গিয়েছে।
ইতিপূর্বে শোনা গিয়েছিল, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এই মেগা নিলাম অনুষ্ঠান দুবাই, সিঙ্গাপুর কিংবা লন্ডনে আয়োজন করা হতে পারে। কিন্তু, সর্বশেষ পাওয়া খবর অনুসারে এই অনুষ্ঠানটি সৌদি আরবে আয়োজন করা হতে পারে। রিয়াধে হোটেল বুকিংয়ের পরই বিসিসিআই গোটা বিষয়ে সবুজ সংকেত দিতে পারে।
যদি আগামী ২৪ এবং ২৫ নভেম্বর আইপিএল টুর্নামেন্টের এই মেগা নিলাম অনুষ্ঠান আয়োজন করা হয়, তাহলে সেইসময় ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকার ট্রফি খেলতে পারথে থাকবে। ভারতীয় ক্রিকেট সমর্থকরা একই দিনে ম্যাচ এবং মেগা অকশনের আনন্দ উপভোগ করতে পারবেন।