শেষ আপডেট: 31st October 2024 17:54
দ্য ওয়াল ব্যুরো: চলতি বছর আইপিএল টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে কলকাতা নাইট রাইডার্স। এই দলটা ১০ বছর পর জিতেছে আইপিএল খেতাব। ট্রফি জয়ের পর শাহরুখ খান জানিয়েছিলেন, তিনি এই একই দল ধরে রাখতে চান। কিন্তু, মেগা অকশনের আগে কার্যত বাধ্য হয়েই দলের অধিকাংশ ক্রিকেটারদের ছেড়ে দিতে হয়েছে। কোন কোন ক্রিকেটারকে কলকাতা নাইট রাইডার্স রিটেন করল, আসুন সেই তালিকাটা দেখে নেওয়া যাক
রিঙ্কু সিং
আন্দ্রে রাসেল
সুনীল নারিন
বরুণ চক্রবর্তী
হর্ষিত রানা
রমনদীপ সিং
এই বছর কেকেআর ১৪ ম্যাচের মধ্যে ৯ ম্যাচে জয়লাভ করেছে। হেরেছে তিনটে ম্য়াচে। বৃষ্টির কারণে দুটো ম্য়াচ ভেস্তে গিয়েছিল। ২০ পয়েন্ট সংগ্রহ করে তারা গ্রুপ পর্বে শীর্ষস্থান দখল করে। এরপর প্রথম কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্য়াচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ট্রফি জয় করে।
আশঙ্কা আগেই করা হয়েছিল। সেই আশঙ্কাই এবার সত্যি হল। কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি তাদের দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে রিলিজ করে দিল। এবার দলের নয়া অধিনায়ক কে হবেন, তা নিয়ে একাধিক জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন ঋষভ পন্থ কিংবা কেএল রাহুলের মধ্যে কাউকে নয়া অধিনায়ক করতে পারে কেকেআর ব্রিগেড। তবে সেই সিদ্ধান্তের জন্য মেগা অকশন পর্যন্ত অপেক্ষা করতেই হবে।