শেষ আপডেট: 22nd March 2025 22:51
দ্য ওয়াল ব্যুরো: ইডেনে এই মুহূর্তে চলছে আইপিএল ২০২৫-এর উদ্বোধনী লড়াই! অজিঙ্ক রাহানের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি রজত রজত পাটিদারের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কেকেআর বনাম আরসিবি ম্যাচের প্রতিটি আপডেট জানতে চোখ রাখুন এখানে!
১৬.২ ওভারে ৩ উইকেটে ১৭৭ রান তুলে জয় আরসিবির। কোহলি ৫৯ রানে অপরাজিত থাকেন, এবং ১৫ রান নিয়ে ক্রিজে আছেন লিভিংস্টোন। ম্যাচে শেষের দিকে চমকপ্রদ পারফরম্যান্সের মাধ্যমে আরসিবি নিশ্চিত করে তাদের জয়, যা তাদের কাছে একটি বড় সাফল্য।
পাটিদার আউট, বৈভবের বলে ফিরতে হল ৩৪ রানে, আরসিবি ১৬২/৩।
লেগস্পিনার সূযশ শর্মার ওভার শেষ, এবার ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামলেন দেবদত্ত পাড়িক্কল। পাল্টা চাল বেঙ্গালুরুর!
মাত্র ৪ রান করে বোল্ড হলেন আন্দ্রে রাসেল। সুযশের বল বুঝতেই পারলেন না। কেকেআর ১৫০/৬, চাপ বাড়ছে।
কেকেআরের ইনিংসে টালমাটাল পরিস্থিতি! দ্রুত তিন উইকেট পড়ে যাওয়ার পর এবার আউট হলেন ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশ আইয়ার। চাপ আরও বাড়ল নাইট শিবিরে। এখন দায়িত্ব রিঙ্কু সিং ও অংক্রিশ রঘুবংশীর হাতে। ম্যাচের রাশ ধরে রাখতে পারবে কি কেকেআর? উত্তরের অপেক্ষায় ইডেন।
সেঞ্চুরি পার্টনারশিপের পরই বিদায় নিলেন সুনীল নারিন, তার পরের ওভারেই আউট অধিনায়ক অজিঙ্ক রাহানে। এক ঝটকায় দু’টি বড় উইকেট হারিয়ে চাপে কেকেআর! এখন ক্রিজে ভাইস ক্যাপ্টেন রিঙ্কু সিংহের সঙ্গে তরুণ অংক্রিশ রঘুবংশী।
দুর্দান্ত ইনিংসের শেষে থামলেন অজিঙ্ক রাহানে। ৫২ রানে আউট কেকেআর অধিনায়ক। দলকে শক্ত ভিত দিয়ে ফিরলেন প্যাভিলিয়নে।
৬ ওভারে কলকাতা নাইট রাইডার্সের রান ৬০/১। ক্রিজে জমে গিয়েছেন অধিনায়ক অজিঙ্ক রাহানে (৩৯) ও সুনীল নারিন (১৭)। শক্ত ভিত গড়ে তুলছে কেকেআর!
চতুর্থ ওভার শেষেই বল হাতে ক্রুনাল পাণ্ডিয়া, পাওয়ার প্লেতেই স্পিনারকে আক্রমণে পাঠালো বেঙ্গালুরু। কিন্তু সুনীল নারিন যেন প্রস্তুতই ছিলেন! প্রথম বলেই স্লগ সুইপে বিশাল ছক্কা, স্পিনের বিরুদ্ধে শুরু থেকেই আগ্রাসী কেকেআর।
শুরুর ধৈর্যের পর ঝড় তুললেন রাহানে! একের পর এক বাউন্ডারি, দু’টি বিশাল ছয়—একটি তো ৯২ মিটার দূরে। স্পষ্ট, কেবল অ্যাঙ্কর নয়, কেকেআরের আক্রমণের নেতৃত্বও দিচ্ছেন ক্যাপ্টেন!
মাত্র ৪ রান করে জশ হেজ়লউডের শিকার কুইন্টন ডি’কক। কেকেআর ৪/১।
আইপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচ, ইডেন গার্ডেন্সে নতুন মরসুমের প্রথম ওভার বল করবেন জশ হ্যাজলউড। শুরুতেই কঠিন পরীক্ষা কেকেআরের ব্যাটারদের জন্য। প্রস্তুতি ম্যাচে দেখা গিয়েছে, প্রথম তিন-চার ওভারে সুইং থাকে ইডেনের পিচে। এই চ্যালেঞ্জ সামলে উঠতে পারলে, কেকেআরের জন্য হতে পারে ব্যাটিং স্বর্গ!
টপ অর্ডারে রয়েছেন বিরাট কোহলি ও ফিল সল্ট, দলের নেতৃত্বে রজত পাটিদার। চার নম্বরে বিধ্বংসী লিয়াম লিভিংস্টোন, তার পরে জীতেশ শর্মা ও টিম ডেভিড মিডল অর্ডার সামলাবেন। অলরাউন্ড বিভাগে আছেন ক্রণাল পাণ্ড্য। পেস আক্রমণের দায়িত্বে রয়েছেন জস হেজ়লউড, যশ দয়াল ও রাসিখ সালাম। স্পিন বিভাগ সামলাবেন সুযশ শর্মা।
শুরুটা করবেন কুইন্টন ডি কক ও ভেঙ্কটেশ আয়ার। অধিনায়ক অজিঙ্ক রাহানে সামলাবেন গুরুত্বপূর্ণ তিন নম্বর। সঙ্গে রিঙ্কু সিংহ ও অঙ্গকৃশ রঘুবংশীকে রাখা হয়েছে মিডল অর্ডারে। অলরাউন্ডার হিসেবে রয়েছেন সুনীল নারাইন ও আন্দ্রে রাসেল। রমনদীপ সিংহ দলে বাড়তি গভীরতা যোগ করবেন। পেস আক্রমণের দায়িত্বে স্পেনসার জনসন ও হর্ষিত রানা, স্পিন বিভাগ সামলাবেন বরুণ চক্রবর্তী।
ইডেন গার্ডেন্সে টস ভাগ্যে জয়ী হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অধিনায়ক রজত পাটীদার প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। কলকাতা নাইট রাইডার্সকে দ্রুত চাপে ফেলতে চান তিনি। ইডেনের পিচে বোলারদের জন্য কিছুটা সুবিধা থাকতে পারে, তাই শুরুতেই বিপক্ষকে চেপে ধরতে চায় বেঙ্গালুরু শিবির। ব্যাটিংয়ে বড় রানের লক্ষ্য তাড়া করতে তৈরি থাকবেন কোহলি-সল্টরা।
আইপিএল ২০২৫-এর জমকালো উদ্বোধন শেষ হল জাতীয় সঙ্গীতের সুরে। ইডেন গার্ডেন্সের প্রতিটি কোণা গলা মিলিয়েছিল সেই গানে। ক্রিকেটার থেকে দর্শক—সবাই একসঙ্গে দাঁড়িয়ে শ্রদ্ধা জানালেন। এই আবেগঘন মুহূর্তের মধ্য দিয়েই পর্দা নামল এ বারের উদ্বোধনী অনুষ্ঠানের। এবার অপেক্ষা ব্যাট-বলের লড়াইয়ের।
আইপিএল ২০২৫-এর সূচনা লগ্নে ট্রফি হাতে মঞ্চে এলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্ক রাহানে ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাটীদার। দর্শকদের সামনে দাঁড়িয়ে তাঁরা জানিয়ে দিলেন, একটাই লক্ষ্য—ট্রফি জয়।
আইপিএল ২০২৫-এর উদ্বোধনী মঞ্চে বিরাট কোহলির জন্য এল এক বিশেষ মুহূর্ত। টুর্নামেন্টের ১৮তম সংস্করণ উপলক্ষে তাঁকে বিশেষ স্মারক প্রদান করলেন বিসিসিআই সভাপতি রজার বিনি।
বিরাটের অসামান্য পারফরম্যান্স, ক্রিকেটে তাঁর অবদান এবং আইপিএলে দীর্ঘদিনের যাত্রাকে সম্মান জানিয়ে এই স্মারক তুলে দেওয়া হয়। ইডেন গার্ডেন্সের দর্শকদের উচ্ছ্বাসে মুহূর্তটি আরও স্মরণীয় হয়ে ওঠে। কিং কোহলির হাতে স্মারক ওঠার সঙ্গে সঙ্গেই গোটা স্টেডিয়াম গর্জে ওঠে করতালিতে।
আইপিএল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠান যেন এক তারকাময় সন্ধ্যায় পরিণত হয়েছে। জমকালো পরিবেশের মাঝে মঞ্চে উঠে এলেন বিসিসিআইয়ের শীর্ষকর্তারা। উপস্থিত রয়েছেন বিসিসিআই সভাপতি রজার বিনি, সচিব দেবজিত সাইকিয়া-সহ আরও গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। তাঁদের আগমনে বাড়তি মর্যাদা পেল আইপিএলের এই জমকালো রাত।
তবে শুধু ক্রিকেট প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই নন, মঞ্চে উপস্থিত হয়েছেন বিনোদন জগতের তারকারাও। বলিউড অভিনেত্রী দিশা পাটানি, জনপ্রিয় র্যাপার করণ আউজলা এবং সুরসম্রাজ্ঞী শ্রেয়া ঘোষালও রয়েছেন এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে।
'ঝুমে যো পাঠান' গানের বিট বাজতেই জমে উঠল ইডেন গার্ডেন্স। শাহরুখের সুপারহিট গানের তালে একসঙ্গে নাচতে শুরু করলেন বলিউড বাদশা এবং ক্রিকেট রাজপুত্র বিরাট কোহলি।
রিঙ্কু সিংয়ের সঙ্গে আড্ডা জমালেন শাহরুখ। অনুরোধ করলেন কিং খানের যে কোনও গানে নাচতে। 'লুটপুট গ্যায়া' গানে নাচ রিঙ্কুর।
শ্রেয়ার সুর, দিশার নাচের পর এবার মঞ্চ দখল করলেন করণ অউজলা। শক্তিশালী র্যাপ পারফরম্যান্সে ইডেন গার্ডেন্সে জমে উঠল নতুন উন্মাদনা!
"পাগল হয়ে যাব…" গানের তালে মঞ্চ কাঁপিয়ে দিলেন দিশা পাটানি। ইডেনের দর্শকরাও তাল মেলালেন তাঁর সঙ্গে, শুরু হল বিনোদনের ঝড়!
মালাঙ্গ সিনেমার টাইটেল ট্যাকে নাচ দিশার।
"আমি যে তোমার..." দিয়ে শুরু করলেন শ্রেয়া ঘোষাল, আর মুহূর্তেই সুরের জাদুতে মোহিত ইডেন গার্ডেন্স। পরের গান "ঘুমর ঘুমর ঘুমে…"—উৎসবের আবহ যেন আরও গাঢ় হলো।
"কর হর ময়দান ফতেহ…"—২২ গজের মঞ্চে এই গান যেন একদম মানানসই! শ্রেয়ার কণ্ঠে ভেসে উঠল বিজয়ের সুর।
"জিন্দা হ্যায় তো…"—একটি পর আরেকটি হিট গান, আর শ্রেয়ার মঞ্চ দাপিয়ে পারফরম্যান্সে ইডেন যেন প্রাণ ফিরে পেল!
প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং-এর মতে, আইপিএল ২০২৫-এ পার্পল ক্যাপ জয়ের অন্যতম দাবিদার বরুণ চক্রবর্তী। যদিও সুনীল নারিন ও যুজবেন্দ্র চাহালও প্রতিযোগিতায় রয়েছেন, তবে বরুণই শেষ পর্যন্ত সবার থেকে এগিয়ে থাকবেন বলে আশাবাদী ভাজ্জি।