শেষ আপডেট: 20th November 2024 12:41
দ্য ওয়াল ব্যুরো: হাতে আর এক সপ্তাহও বাকি নেই। আগামী ২৪ এবং ২৫ নভেম্বর এই মেগা অকশন আয়োজন করা হবে। ইতিপূর্বে, প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি নিজেদের রিটেনশন তালিকা প্রকাশ করেছে।
তবে দিল্লি ক্যাপিটালসের রিটেনশন তালিকা সবাইকে কার্যত চমকে দিয়েছিল। তারা দলের অধিনায়ক ঋষভ পন্থকেই রিলিজ করে দেয়। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ঋষভের ছাড়াছাড়ি হওয়ার পর সোশ্য়াল মিডিয়ায় একাধিক জল্পনা শুরু হয়েছিল। এবার এই ব্যাপারে মুখ খুললেন ঋষভ নিজেই।
সম্প্রতি স্টার স্পোর্টস সোশ্যাল মিডিয়ায় সুনীল গাভাসকারের একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে গাভাসকারকে বলতে শোনা যাচ্ছে, 'নিলামের বিষয়টা সম্পূর্ণ আলাদা। সেকারণে এটা কীভাবে হবে, তা নিয়ে আমাদের কোনও ধারণাই নেই। তবে আমি মনে করি, দিল্লি নিশ্চিতভাবে ঋষভ পন্থকে আবারও দলে পেতে চাইবে। অনেকসময় ক্রিকেটারদের যখন রিটেনশন করা হয়, সেইসময় টাকা নিয়ে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে মতপার্থক্য হতে পারে। আর আপনারা খুব ভাল করেই জানেন যে কয়েকজন ক্রিকেটারকে রিটেন করা হয়েছে। তাঁদের ফি অনেকটাই বাড়ানো হয়েছে।'
The curious case of Rishabh Pant & Delhi! ????
— Star Sports (@StarSportsIndia) November 19, 2024
???? Hear it from #SunilGavaskar as he talks about the possibility of @RishabhPant17 returning to the Delhi Capitals!
???? Watch #IPLAuction ???? NOV 24th & 25th, 2:30 PM onwards on Star Sports Network & JioCinema! pic.twitter.com/ugrlilKj96
সুনীল গাভাসকারের এই ভিডিওয় ঋষভ পন্থ কমেন্ট করেছেন, 'অর্থের কারণে যে আমাকে রিটেন করা হয়নি, তা কিন্তু একেবারেই নয়। সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারি।'
এবার ঋষভ পন্থ মেগা অকশনে অংশগ্রহণ করতে চলেছেন। এই ক্রিকেটারের উপর প্রতিটা ফ্র্যাঞ্চাইজির নজর থাকবে। প্রাক্তন ক্রিকেটারদের মতে, ঋষভের দিকে প্রতিটা ফ্র্যাঞ্চাইজি তাকিয়ে রয়েছে। তিনি যাবতীয় রেকর্ড ভেঙে দিতে পারেন। আশা করা হচ্ছে, ঋষভের জন্য পঞ্জাব কিংস এবং আরসিবি-র মধ্যে জোর টক্কর দেখা যেতে পারে।