শেষ আপডেট: 20th November 2024 12:43
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ আইপিএল টুর্নামেন্ট শুরু হওয়ার আগে চলতি মাসের শেষেই আয়োজন করা হবে মেগা নিলাম অনুষ্ঠান। আগামী ২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দা শহরে এই মেগা অকশন আয়োজন করা হবে। ইতিমধ্যে এই নিলাম অনুষ্ঠানের জন্য ১,৫৭৪ ক্রিকেটার নাম নথিভূক্ত করিয়েছেন। এরমধ্যে তিনটে বড় নাম হল ঋষভ পন্থ, কেএল রাহুল এবং শ্রেয়স আইয়ার।
সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই তিনজনই ইতিপূর্বে আইপিএল টুর্নামেন্টে কোনও না কোনও দলকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু, তারপরও সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি এই ক্রিকেটারদের ছেড়ে দিয়েছেন। এই পরিস্থিতিতে আশা করা হচ্ছে, মেগা অকশনে এই তিনজন ক্রিকেটার টাকার পাহাড়ে ডুবে যাবেন। এমনকী, বেশ প্রাইসের তুলনায় তাঁরা ১০ গুণ বেশি অর্থও পেতে পারেন। কারণটা খুব স্পষ্ট। পঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস, লখনউ সুপার জায়ান্টস, কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়কের জন্য হাত বাড়াবেই।
ভারতের পাশাপাশি বিদেশি ক্রিকেটারদের নিয়ে যদি আলোচনা করতে হয়, তাহলে এখনও পর্যন্ত ২ ক্রিকেটারই নিজেদের বেস প্রাইস ২ কোটি টাকা রেখেছেন। সেই তালিকায় নাম রয়েছে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ক এবং ইংল্য়ান্ডের পেস বোলার জোফ্রা আর্চার। গত আইপিএল মরশুমে কলকাতা নাইট রাইডার্স মিচেল স্টার্ককে ২৪.৭৫ কোটি টাকা দিয়েছিল। কিন্তু, এই মরশুমে তাঁকে রিলিজ করে দেওয়া হয়েছে।
অন্যদিকে ২০২৩ আইপিএল টুর্নামেন্টে খেলেননি আর্চার। তবে এবার তিনি কামব্যাক করতে চান। এই তালিকায় সবথেকে চাঞ্চল্যকর নাম হল জেমস অ্যান্ডারসনের। ৪২ বছর বয়সে আইপিএল খেলবেন বলে ঠিক করেন তিনি। যদিও ২০১৪ সাল থেকে তিনি একটাও টি-২০ ম্য়াচ খেলেননি। ইতিমধ্যে সরফরাজ খান এবং পৃথ্বী শ'র ৭৫ লাখ টাকা বেস প্রাইস নির্ধারণ করা হয়েছে।
ঋষভ পন্থ, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল মহম্মদ সামি, খলিল আহমেদ, দীপক চাহার, ভেঙ্কটেশ আইয়ার, আভেশ খান, ঈশান কিষান, মুকেশ কুমার, ভুবনেশ্বর কুমার, প্রসিদ্ধ কৃষ্ণা, টি নটরাজন, দেবদত্ত পাডিক্কল, ক্রুনাল পান্ডিয়া, হর্ষল প্যাটেল, আর্শদীপ সিং, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, মিচেল স্টার্ক, জোফ্রা আর্চার।
১.২৫ কোটি টাকা বেস প্রাইস - জেমস অ্যান্ডারসন।
৭৫ লাখ টাকা বেস প্রাইস - সরফরাজ খান এবং পৃথ্বী শ।