শেষ আপডেট: 28th January 2025 14:58
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বক্রিকেটের ইতিহাসে নজির বানাল ভারত। মেয়েদের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে প্রথম শতরানের অনন্য রেকর্ড গড়লেন গঙ্গারি তৃষা। আজ স্কটল্যান্ডের বিরুদ্ধে সুপার সিক্সের ম্যাচে এই কীর্তি স্থাপন করেছেন তিনি। থেকেছেন অপরাজিত। মেয়েদের টি-২০-র ইতিহাসে সর্বোচ্চ রানও এখন তাঁরই দখলে।
এদিন ওপেনে ব্যাট করতে নেমে আগুনে মেজাজে ছিলেন তৃষা। মাত্র ৫৩ বলে আসে শতরান। তাও আঠারোতম ওভারে। এর আগে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ইংল্যান্ডের ব্যাটসম্যান গ্রেস স্ক্রিভেন্সের দখলে। তিনি হাঁকিয়েছিলেন ৯৩ রান। ২০২৩ সালে বানানো এই নজির ভেঙে দিলেন তৃষা।
An Impressive ????
— BCCI Women (@BCCIWomen) January 28, 2025
Trisha G is making a name for herself ????
Updates ▶️ https://t.co/feBJlxclkZ#TeamIndia | #INDvSCO | #U19WorldCup pic.twitter.com/9Rldc8kB6e
উল্লেখ্য, স্কটল্যান্ডের বোলাররা আজ তৃষার রণং দেহী মূর্তির সামনে কার্যত দিশেহারা ছিলেন। মাঠের চতুর্দিকে চার, ছয়ের বন্যা লেগেই থাকে। ৫৯ বলে ১১০ রান করেন তিনি। রয়ে যান অপরাজিত। বিধ্বংসী ইনিংস সাজানো থাকে ৪টি ছক্কা ও ১৩টি চারে। তৃষাকে সংগত দেন জি কমলিনী। ৪২ বলে ৫৩ রান করে তিনি একদিন ধরে থাকেন। শেষমেশ আউট হন ১৪তম ওভারে।
প্রসঙ্গত, তৃষা এর আগেও দেশের হয়ে ক্রিকেটের ময়দানে নিজের জাত চিনিয়েছেন। অতিসাম্প্রতিক উদাহরণ কুয়ালালামপুরে আয়োজিত এশিয়া কাপ। ওই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। করেন মোট ১৫৩ রান। গড় ৫৩। স্ট্রাইক রেট ১২০.৪৫। তৃষার তাণ্ডবের ফলেই টুর্নামেন্ট জেতে ভারত। সেই প্রতিযোগিতার ফর্মই যেন ধরে রেখছেন তিনি। আপাতত বিশ্বকাপের সবচেয়ে বেশি রান করেছেন তৃষা। এশিয়া কাপের মতো বিশ্বকাপও দেশে আসবে কি না, তারও যেন অন্যতম নিয়ন্তা হয়ে উঠছেন গঙ্গারি তৃষা।