শেষ আপডেট: 9th October 2024 22:57
দ্য ওয়াল ব্যুরো : মহিলাদের টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে আনল ভারতীয় ক্রিকেট দল। বুধবার (৯ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়। এই ম্যাচে শ্রীলঙ্কা ৯০ রানে অলআউট হয়ে গেল। টিম ইন্ডিয়া শেষপর্যন্ত ৮২ রানে জয়লাভ করেছে। আর সেইসঙ্গে এই টুর্নামেন্টে সেমিফাইনালের রাস্তা ভারতের সামনে অনেকটাই চওড়া হয়ে গেল। আর শ্রীলঙ্কার সামনে শেষ চারের দরজা বন্ধ হয়ে গেল।
ব্যাটারদের পাশাপাশি এই ম্য়াচে ভারতীয় বোলাররা দারুণ পারফরম্য়ান্স করল। ভারতীয় বোলারদের মধ্যে তিন উইকেট শিকার করেছেন আশা শোভনা এবং অরুন্ধতী রেড্ডি। জোড়া উইকেট শিকার করেন টিম ইন্ডিয়ার পেস ব্যাটারি রেণুকা সিং ঠাকুর। এছাড়া একটি উইকেট শিকার করেছেন শ্রেয়াঙ্কা পাটিল।
এই ম্য়াচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কাউর। নির্ধারিত ২০ ওভারে ভারতীয় ক্রিকেট দল তিন উইকেট হারিয়ে ১৭২ রান করে। টিম ইন্ডিয়ার হয়ে হাফসেঞ্চুরি করেন ওপেনার স্মৃতি মান্ধানা (৩৮ বলে ৫০ রান) এবং হরমনপ্রীত কাউর (২৭ বলে অপরাজিত ৫২ রান)। এই রানের টার্গেট যে শ্রীলঙ্কা তাড়া করতে পারবে, এমন আশা কেউই করেননি।
তবে এই ম্যাচে ব্যাট করলেও ফিল্ডিং করতে নামেননি হরমনপ্রীত। পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে ঘাড়ে চোট পেয়েছিলেন তিনি। সেই ব্যথাই ফের বাড়ল কি না, তা নিয়ে ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনে অজানা উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই ম্যাচের সেরা তাঁকেই ঘোষণা করা হয়েছে। পুরস্কার নিতে এসে হরমনপ্রীত বললেন, 'আমরা এই জয়ের ধারা অব্যাহত রাখতে চাই। এই উইকেট একেবারে ব্যাটিং সহায়ক ছিল না। তবে এক্তিয়ারের মধ্যে বল আসতেই, সেটা বাউন্ডারির বাইরে পাঠিয়েছি। টিম ইন্ডিয়ার এই জয়ে আমি খুব খুশি।'