শেষ আপডেট: 8th January 2025 15:51
দ্য ওয়াল ব্যুরো : আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু, এই টুর্নামেন্টের জন্য এখনও ভারতীয় ক্রিকেট স্কোয়াড ঘোষণা করা হয়নি। সূত্রের খবর, এই টুর্নামেন্টে জায়গায় অর্জন করতে হলে, টিম ইন্ডিয়ার সিনিয়রদের যথেষ্ট কাঠখড় পোড়াতে হবে। শোনা যাচ্ছে, ইংল্যান্ড সিরিজে 'অগ্নিপরীক্ষা' দিতে হবে রোহিত-বিরাটদের।
সম্প্রতি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজে টিম ইন্ডিয়ার ব্যাটিং ডিপার্টমেন্ট কার্যত মুখ থুবড়ে পড়েছিল। টপ অর্ডারের এই ব্যর্থতা কিন্তু ভালভাবে মেনে নিতে পারেনি টিম ম্যানেজমেন্ট। আর সেকারণেই সিডনি টেস্ট থেকে সরে দাঁড়াতে হয়েছিল রোহিত শর্মাকে।
এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে, ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ভারতীয় ব্যাটিং পারফরম্যান্সকে আতস কাচের নিচে রাখবেন নির্বাচকরা। ভাল পারফরম্যান্স করতে না পারলে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে নাম বাদ পড়তেও পারে। যদিও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
অন্যদিকে শোনা যাচ্ছে, এই সিরিজে টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ সামি কামব্যাক করতে পারেন। মহম্মদ সামি অনেকদিন ধরেই চোটের কারণে টিম ইন্ডিয়ার বাইরে রয়েছেন। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছিলেন। এই ভিডিওয় নিজের ফিটনেস নিয়ে বড়সড় ইঙ্গিত দিলেন বাংলার এই পেস তারকা।