শেষ আপডেট: 5th September 2024 12:51
দ্য ওয়াল ব্যুরো: ভারতে ক্রিকেট খেলার জনপ্রিয়তা একেবারে আকাশছোঁয়া। সমর্থকরা ভারতীয় ক্রিকেটারদের কার্যত ঈশ্বরের আসনে বসিয়ে রাখেন। ২২ গজের পাশাপাশি সমর্থকরা তাঁদের আরাধ্য ক্রিকেটারদের ব্যক্তিগত জীবনেও উঁকি মারেন। এই পরিস্থিতিতে সমর্থকদের মনে মাঝেমধ্যেই এই প্রশ্ন উঁকি দেয় যে ভারতীয় ক্রিকেটারা কত টাকা উপার্জন করেন? আর কত টাকাই বা তাঁরা আয়কর জমা করেন?
এই ব্যাপারে সম্প্রতি একটি রিপোর্ট (ফরচুন ইন্ডিয়া) প্রকাশ্যে এসেছে। সেখানে যে আর্থিক অঙ্ক প্রকাশ করা হয়েছে, তা দেখে স্পষ্ট বুঝতে পারা যায় যে ভারতীয় ক্রিকেটাররা যত টাকা সরকারকে ট্যাক্স দেন, পাকিস্তানের ক্রিকেটাররা তত টাকা স্যালারিও পান না। প্রসঙ্গত, পাকিস্তানের ক্রিকেটাররা বছরে সর্বাধিক ১৩ লাখ টাকার কাছাকাছি উপার্জন করে থাকেন। সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি কিংবা মহেন্দ্র সিং ধোনি বছরে কত টাকার ট্যাক্স সরকারের ঘরে জমা করেন, সেই হিসেব অবশ্যই তাক লাগাবে।
সবথেকে বেশি উপার্জনকারী দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হলেন বিরাট কোহলি। তবে তিনি সবথেকে বেশি ট্যাক্স জমা করে থাকেন। একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, কিং কোহলি বছরে আনুমানিক ১,৯০০ কোটি টাকারও বেশি উপার্জন করে থাকেন। আর সেকারণেই ২০২৩-২৪ আর্থিক বছরে তিনি ৬৬ কোটি টাকা ট্যাক্স দিয়েছেন। চলতি বছর এর থেকে বেশি টাকা কর আর কোনও ক্রিকেটার দেননি।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ২০২০ সালের ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। যদিও এখনও পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তিনি খেলা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, ক্যাপ্টেন কুলের মোট সম্পত্তির পরিমাণ ১,০৪০ কোটি টাকা। আর সেকারণেই ২০২৩-২৪ আর্থিক বছরে তিনি ৩৮ কোটি টাকা ট্যাক্স দিয়েছেন। সর্বাধিক কর প্রদানকারী ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।
ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং মায়েস্ট্রো সচিন তেন্ডুলকর নিজের কেরিয়ারে একাধিক রেকর্ডের মাইলফলক স্পর্শ করেছেন। এরমধ্যে একাধিক রেকর্ড ভাঙা শুধুমাত্র মুশকিলই নয়, না মুমকিনের সামিল। ভারতের এই কিংবদন্তী ব্যাটারের মোট সম্পত্তির পরিমাণ ১,৪৩৬ কোটি টাকা। আর সেকারণেই ২০২৩-২৪ আর্থিক বছরে তিনি ২৪ কোটি টাকা ট্যাক্স দিয়েছেন। চলতি বছর সর্বাধিক কর প্রদানকারী ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন তিনি।