শেষ আপডেট: 28th September 2024 13:59
দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটার সরফরাজ খানের ভাই মুশীর একটি মারাত্মক গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন। এই অ্যাক্সিডেন্টের কারণে তাঁর ঘাড়ে মারাত্মক চোট লেগেছে।
জানা গিয়েছে, মুশীর তাঁর বাবা নৌশাদ খানের সঙ্গে আজমগড় থেকে লখনউ যাচ্ছিলেন। সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে। কিন্তু, কী কারণে এই অ্যাক্সিডেন্ট হল, সেই ব্যাপারে এখনও স্পষ্ট কিছু জানতে পারা যায়নি। শুধুমাত্র এটুকু জানা গিয়েছে, রাস্তায় তাঁর গাড়ি ৪-৫ বার পালটি খেয়েছে। সেকারণে মুশীর গুরুতরভাবে আহত হয়েছেন।
আশঙ্কা করা হচ্ছে, এই পরিস্থিতিতে মুশীরকে কমপক্ষে ৬ সপ্তাহ বাইশ গজের বাইরে থাকতে হতে পারে। চিকিৎসকরা জানিয়েছেন, সম্পূর্ণ সুস্থ হতে তাঁর তিন মাসও সময় লাগতে পারে। পাশাপাশি এই চোটের কারণে ইরানি ট্রফি থেকে তাঁর নাম যে বাদ পড়তে চলেছে, সেটা আর আলাদা করে বলার দরকার নেই।
২০২৪ দলীপ ট্রফিতে মুশীরের ব্যাটে রানের বন্যা দেখা গিয়েছিল। এই টুর্নামেন্টে ইন্ডিয়া বি দলের হয়ে তাঁকে খেলতে দেখা যায়। ডেবিউ ম্যাচে ইন্ডিয়া এ-র বিরুদ্ধে তিনি ১৮১ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। ৩৭৩ বলে তিনি ১৬ বাউন্ডারি এবং পাঁচটি ছক্কা হাঁকিয়েছিলেন।
মাস্টার-ব্লাস্টার শচীন তেন্ডুলকরের রেকর্ডও ভেঙে দেন তিনি। ১৯৯১ সালে দলীপ ট্রফিতে শচীন ১৫৯ রান করেছিলেন। এই তালিকায় শীর্ষস্থানে অবশ্য রয়েছেন বাবা অপরাজিত। তিনি দলীপ ট্রফির ডেবিউ ইনিংসে ২১২ রান করেছিলেন। দ্বিতীয় স্থানে রয়েছেন যশ ধুল। তিনি ১৯৩ রান করেন।