শেষ আপডেট: 14th November 2024 00:57
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে ১১ রানে জয়লাভ করল ভারতীয় ক্রিকেট দল। সেইসঙ্গে চার ম্যাচের সিরিজে টিম ইন্ডিয়া ২-১ ব্যবধানে এগিয়ে গেল। এই জয় টিম ইন্ডিয়াকে যে অনেকটাই মানসিক অ্যাডভান্টেজে রাখবে, তা বলার দরকার নেই। সিরিজের চতুর্থ তথা অন্তিম ম্যাচটি আগামী শুক্রবার (১৫ নভেম্বর) আয়োজন করা হবে।
তৃতীয় টি-২০ ম্যাচে টস জিতে দক্ষিণ আফ্রিকা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। তিলক বর্মা এবং অভিষেক শর্মা এই ম্যাচে প্রোটিয়া বোলারদের শাসন করেন। অভিষেক ৫০ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেও, শেষপর্যন্ত ১০৭ রানে অপরাজিত থাকেন তিলক। টিম ইন্ডিয়া ৬ উইকেট হারিয়ে ২১৯ রান তোলে।
এরপর দক্ষিণ আফ্রিকার ব্যাট করতে নামে। শুরুতেই পোকার হানায় প্রায় আধঘণ্টা এই ম্য়াচ বন্ধ রাখতে হয়। খেলা শুরু হওয়ার পর ভারতীয় বোলাররা দুর্দান্ত পারফরম্য়ান্স করেন। দক্ষিণ আফ্রিকাও নিয়মিত ব্যবধানে হারাতে থাকে উইকেট। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে দক্ষিণ আফ্রিকার ইনিংস ৭ উইকেট হারিয়ে ২০৮ রানেই শেষ হয়ে যায়।
এই ম্য়াচে ভারতীয় বোলারদের মধ্যে তিনটে উইকেট শিকার করেন আর্শদীপ সিং। জোড়া উইকেট নিয়েছেন টিম ইন্ডিয়ার মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। এছাড়া একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেল। দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের মধ্যে হাফসেঞ্চুরি করেন মার্কো জেনসেন। মাত্র ১৭ বলে ৫৪ রান করেন তিনি। এছাড়া ৪১ রান করেছেন হেনরিক ক্লাসেন।