শেষ আপডেট: 5th October 2024 21:43
দ্য ওয়াল ব্যুরো : রবিবার জোড়া মহাযুদ্ধের অপেক্ষা করছেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। একদিকে মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে। অন্যদিকে, সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ খেলতে নামবে। এই পরিস্থিতিতে কোন ম্যাচে চোখ রাখবেন টিম ইন্ডিয়ার ফ্যানেরা, তা নিয়ে ইতিমধ্যে বিস্তর জল্পনা শুরু হয়েছে।
প্রথমে মহিলা টি-২০ বিশ্বকাপের কথায় আসা যাক। এই টুর্নামেন্টের শুরুটা টিম ইন্ডিয়া একেবারে ভাল করতে পারেনি। শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত প্রথম ম্য়াচে ভারত ৫৮ রানে পরাস্ত হয়েছে। অনেকেই মনে করছেন, প্রথম ম্য়াচে হারার পর হরমনপ্রীতদের আত্মবিশ্বাস কিছুটা হলেও ধাক্কা খাবে। কিন্তু, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের রেকর্ড কিন্তু সেকথা বলছে না। টি-২০ বিশ্বকাপে এই দুটো দল একে অপরের বিরুদ্ধে মোট ৬ বার খেলতে নেমেছে। এরমধ্যে ভারত চারবার জয়লাভ করেছে।
রবিবার বেলা সাড়ে তিনটে থেকে ভারত বনাম পাকিস্তান ম্যাচের সরাসরি সম্প্রচার দেখতে পাওয়া যাবে। ভারত থেকে স্টার স্পোর্টস নেটওয়ার্কে আপনি এই ম্য়াচের প্রতিটা মুহূর্ত উপভোগ করতে পারেন। এছাড়া Disney+Hotstar অ্যাপে এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যেতে পারে।
এবার পুরুষদের ক্রিকেটের কথায় আসা যাক। বাংলাদেশের বিরুদ্ধে রেহিত শর্মার দল সম্প্রতি ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয় করেছে। চেন্নাইয়ে আয়োজিত সিরিজের প্রথম ম্য়াচে ২৮০ রানে জয়লাভ করার পর কানপুরের বৃষ্টিস্নাত ম্য়াচে টিম ইন্ডিয়া মাত্র আড়াই দিনে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে। এবার টি-২০ সিরিজে টাইগার বধের পালা। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলকে তিন ম্য়াচের টি-২০ সিরিজ খেলতে হবে। এই সিরিজের প্রথম ম্য়াচটা গোয়ালিয়রে আগামী ৬ অক্টোবর আয়োজন করা হচ্ছে।
প্রসঙ্গত, গোয়ালিয়রের নতুন মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে ভারত বনাম বাংলাদেশের প্রথম টি-২০ ম্য়াচ আয়োজন করা হবে। এই সিরিজের প্রতিটা ম্য়াচই সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে। স্পোর্টস ১৮ নেটওয়ার্কে আপনি এই ম্য়াচের প্রতিটা মুহূর্ত উপভোগ করতে পারেন। এছাড়া JioCinema অ্যাপে এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যেতে পারে।