শেষ আপডেট: 16th November 2024 20:16
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্য়াচে টিম ইন্ডিয়া ১৩৫ রানে জয়লাভ করেছে। এই ম্য়াচে ভারতের দুই ব্যাটার তিলক বর্মা এবং সঞ্জু স্যামসন ধামাকাদার ব্যাটিং করেন। এই ম্য়াচে সঞ্জু ৫৬ বলে ১০৯ রান করেন। অন্যদিকে, তিলক বর্মা ৪৭ বলে ১২০ রানে অপরাজিত থাকেন। কিন্তু, ভারতীয় ক্রিকেট দলের এই সাফল্যের রহস্যটা কী? একটি বিশেষ নম্বরেই লুকিয়ে রয়েছে যাবতীয় 'গুপ্তমন্ত্র'। আসুন, জেনে নেওয়া যাক।
আসলে, ম্যাচের শেষে একটি ছোট ভিডিও করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব। সেখানে উপস্থিত ছিলেন ভারতের দুই ব্যাটার তিলক বর্মা এবং সঞ্জু স্যামসন। তখনই সূর্য প্রশ্ন করেন, 'একটা বিষয় আমি জানতে চাই। একজনের (সঞ্জু) জার্সি নম্বর ৯ এবং অন্যজনের (তিলক) ৭২। সাত আর দুইয়ের ফলাফলও ৯।'
ঠিক তখনই তিলক বর্মা আবার সূর্যকে মনে করিয়ে দেন, প্রশ্নকর্তার জার্সি নম্বরও ৬৩। এই দুটো সংখ্যাও যোগ করলে ৯ দাঁড়ায়। এই পরিস্থিতিতে অনেকেই বলতে শুরু করেছেন যে এই ৯ সংখ্যাটাই টিম ইন্ডিয়ার সৌভাগ্য নিয়ে এসেছে।
এই ব্যাপারে সঞ্জু স্যামসনকে প্রশ্ন করেন সূর্যকুমার। টিম ইন্ডিয়ার ওপেনার এই ব্যাপারে কী চিন্তাভাবনা করছেন? জবাবে সঞ্জু বললেন, 'মনে হচ্ছে এটা নিয়ে কিছু একটা রহস্য দানা বাঁধতে শুরু করেছে। তবে এই রহস্যটা আপাতত রহস্যই থাকতে দেওয়া হোক।' শেষকালে তিনজনেই হেসে লুটিয়ে পড়েন।