শেষ আপডেট: 3rd December 2024 14:04
দ্য ওয়াল ব্যুরো : সম্প্রতি টিম ইন্ডিয়ার নয়া ওয়ানডে জার্সি লঞ্চ করা হয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই জার্সি প্রকাশ্যে আনা হয়। ভারতীয় ক্রিকেট সমর্থকরা এই নয়া জার্সি দেখে ইতিমধ্যে উচ্ছ্বাসে ভাসতে শুরু করেছেন। এবার তাঁরাও এই জার্সি কিনতে পারবেন। কিন্তু এই জার্সির দাম যে মধ্যবিত্তের নাগালের বাইরে, তা বলাই বাহুল্য। নতুন এই জার্সির দাম শুনলে আপনারও বুকটা ছ্যাঁত করে উঠতে পারে।
ভারতীয় ক্রিকেট দল সম্প্রতি নয়া জার্সি লঞ্চ করেছে। মুম্বইয়ে আয়োজিত একটি ইভেন্টে জয় শাহ এবং ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরের হাত ধরে এই নতুন জার্সি সামনে এসেছে। প্রসঙ্গত, এই জার্সির দাম ৫,৯৯৯ টাকা। এই জার্সি অ্যাডিডাস ডিজাইন করেছে। এর পাশাপাশি অ্যাডিডাসের অফিশিয়াল ওয়েবসাইট থেকেও আপনি নতুন জার্সি কিনতে পারেন। এছাড়া অ্যাডিডাস স্টোরেও পাওয়া যাবে এই জার্সি।
এই নতুন জার্সিতেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। তবে তার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজেও
টিম ইন্ডিয়া এই জার্সি পরে মাঠে নামবে। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ভারত বনাম ইংল্যান্ড ওয়ানডে সিরিজ শুরু হবে।
তবে পুরুষদের থেকে আগেই এই জার্সিতে দেখা যাবে টিম ইন্ডিয়ার মহিলা ক্রিকেটারদের। আসলে ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়া সফরে যাবে। সেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে হবে। সিরিজের প্রথম ম্য়াচ আগামী ৫ ডিসেম্বর শুরু হবে।