শেষ আপডেট: 21st September 2024 16:49
দ্য ওয়াল ব্যুরো: ব্যাট হাতে শতরান করার পর, বল হাতে এবার স্পিনের ভেলকি। চেন্নাই টেস্ট যে আপাতত রবির আলোয় উদ্ভাসিত, তা বলা যেতেই পারে। চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়া ৫১৫ রানের লিড রেখে ইনিংস ডিক্লেয়ার করেছিল। তবে তৃতীয় দিনের শেষে বাংলাদেশ ক্রিকেট দল যে লজ্জার হার বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন, তা বলার অপেক্ষা রাখে না। দিনের শেষে টাইগার বাহিনী চার উইকেট হারিয়ে ১৫৮ রান করেছে। অশ্বিন শিকার করেছেন তিন উইকেট। খারাপ আলোর কারণে নির্দিষ্ট সময়ের কিছুটা আগেই খেলা বন্ধ করে দিতে হয়।
Jasprit Bumrah with the first breakthrough as Yashasvi Jaiswal takes a brilliant catch to dismiss Zakir Hasan.
— BCCI (@BCCI) September 21, 2024
Watch ????????
Live - https://t.co/jV4wK7BgV2… #INDvBAN@IDFCFIRSTBank pic.twitter.com/KdWyAW1yIN
প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও যখন রোহিত শর্মা এবং বিরাট কোহলি ব্যাট হাতে ব্যর্থ হলেন, তখন ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে কার্যত হাহাকার শুরু হয়ে যায়। কত রানের লিড নিতে পারবে টিম ইন্ডিয়া, তা নিয়ে শুরু হয় একাধিক বিতর্ক। এই পরিস্থিতিতে তৃতীয় দিন সকালে ব্যাট করতে নামেন শুভমান গিল এবং ঋষভ পন্থ।
Just @RishabhPant17 things ????????
— BCCI (@BCCI) September 21, 2024
Live - https://t.co/jV4wK7BgV2… #INDvBAN@IDFCFIRSTBank pic.twitter.com/WSYpvqwzr1
A moment to savour for @ShubmanGill as he notches up his 5th Test CENTURY ????????
— BCCI (@BCCI) September 21, 2024
Live - https://t.co/fvVPdgXtmj… #INDvBAN @IDFCFIRSTBank pic.twitter.com/W4d1GmuukB
দিনের শুরু থেকেই বাংলাদেশি বোলারদের তাঁরা শাসন করতে শুরু করেন। ১৭৬ বলে ১১৯ রান করেছেন শুভমান গিল। অন্যদিকে কামব্যাকের মঞ্চে ১২৮ বলে ১০৯ রান করলেন ঋষভ পন্থ। সবথেকে বড় কথা, এই দুই ব্যাটারের মধ্যে ১৬৭ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। চার উইকেটে ২৮৭ রান উঠতেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা ইনিংস ডিক্লেয়ার করার সিদ্ধান্ত নেন।
Bad light brings an end to the day's play.
— BCCI (@BCCI) September 21, 2024
Bangladesh 158/4, need 357 runs more.
See you tomorrow for Day 4 action ????
Scorecard - https://t.co/jV4wK7BgV2#TeamIndia | #INDvBAN | @IDFCFIRSTBank pic.twitter.com/7JWYRHXQuY
এরপর ব্যাট করতে নামে বাংলাদেশ ক্রিকেট দল। শুরুটা বেশ ভালোই করেছিলেন জাকির এবং শাদমান। শুরু থেকেই তাঁরা ভারতীয় বোলারদের আক্রমণের রাস্তা বেছে নেন। কিন্তু, জাকিরের (৩৩) উইকেট বুমরাহ শিকার করতেই, বাংলাদেশি ব্যাটারদের যাবতীয় প্যাঁচ-পয়জার বন্ধ হয়ে যায়। প্রসঙ্গত, গালিতে দাঁড়িয়ে অসাধারণ একটি ক্যাচ ধরলেন যশস্বী জয়সওয়াল। এরপর অশ্বিনের বলে শুভমানের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন শাদমান (৩৫)। বোল্ড হলেন মোমিনুল হক। রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হল মুশফিকুর রহিমকেও। দুজনেই ১৩ রান করে অশ্বিনের বলে আউট হলেন। আপাতত হাফসেঞ্চুরি করে ব্যাট করছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৫১)। সঙ্গে রয়েছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান (৫)।