শেষ আপডেট: 25th October 2024 14:28
দ্য ওয়াল ব্যুরো: ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্য়াচের টেস্ট সিরিজ চলছে। এই সিরিজের প্রথম ম্যাচ বেঙ্গালুরুতে আয়োজন করা হয়েছিল। সেই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল ৮ উইকেটে হেরে যায়। আশা ছিল দ্বিতীয় টেস্ট ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল হয়ত কামব্যাক করতে পারবে। কিন্তু, সে গুড়ে বালি! আপাতত, কোনওরকমে নিজেদের মান বাঁচাতে চাইছেন রোহিত শর্মারা।
দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের টি ব্রেক ঘোষণা করা হয়েছে। এখনও পর্যন্ত কিউয়িরা জোড়া উইকেট হারিয়ে ৮৫ রান করে ফেলেছে। যে উইকেটে ভারতের রথী-মহারথীরা ব্যাট করতে নেমে কুল-কিনারা পাচ্ছিলেন না, সেখানে নিউজিল্যান্ড শুরুটা বেশ স্বচ্ছন্দেই করেছে। দ্বিতীয় ইনিংসে কিউয়ি ওপেনার ডেভন কনওয়ে ১৭ রান এবং উইল ইয়ং ২৩ রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। ভারতের হয়ে একটি করে উইকেট শিকার করেছেন রবিচন্দ্রন অশ্বিন এবং ওয়াশিংটন সুন্দর। নিউজিল্যান্ড এখনই ১৮৮ রানে এগিয়ে গিয়েছে। আপাতত তারা কত রানের লিড নিতে পারে, সেটাই দেখার।
প্রসঙ্গত, এই টেস্ট ম্য়াচে নিউজিল্যান্ড টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রথম ইনিংসে তারা ২৫৯ রানে অলআউট হয়ে যায়। ভারতের হয়ে ৭ উইকেট নিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। এরপর আশা করা হয়েছিল, ভারত হয়ত প্রথম ইনিংসে হয়ত বড় রানের লিড নিতে পারবে। কিন্তু, ১৫৬ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে পুনে টেস্ট যদি কোনওক্রমে ভারত ড্র করতে পারে, তাহলেই সেটা অনেক বড় প্রাপ্তি হবে।