শেষ আপডেট: 21st January 2025 17:25
দ্য ওয়াল ব্যুরো : বুধবার (২২ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। এই সিরিজের প্রথম ম্যাচটা কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হবে। দুই শিবিরে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে মঙ্গলবার কালীঘাটে এসে ঈশ্বরের কাছে জয়ের প্রার্থনা করে গেলেন গৌতম গম্ভীর।
মঙ্গলবার দুপুর নাগাদ ভারতীয় ক্রিকেট দলের হেড স্যার গৌতম গম্ভীর মন্দিরে আসেন। পরনে ছিল অফ হোয়াইট রংয়ের একটি টি-শার্ট। দু'হাত জোড় করে তিনি মা'কে প্রণাম জানালেন। এরপর পঞ্চপ্রদীপ নিয়ে তাঁকে আরতি করতেও দেখা যায়। মন্দিরের পুরোহিতরা তাঁর গলায় লাল রংয়ের একটি চেলি কাপড় পরিয়ে দেন। পুজো শেষে গম্ভীর মন্দির থেকে বেরিয়ে আসেন।
Head coach Gautam Gambhir visited Kalighat Temple for blessings in Kolkata ♥️ [PTI] pic.twitter.com/jk6TbnYf8E
— Johns. (@CricCrazyJohns) January 21, 2025
সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে টিম ইন্ডিয়া একেবারে লজ্জাজনক পারফরম্যান্স করেছিল। তা নিয়ে সমালোচনাও কম হয়নি। তবে এবার ভারতীয় ক্রিকেট দল ঘুরে দাঁড়াতে চায়। আর সেটা সাদা বলের হাত ধরেই। ইংল্যান্ডের বিরুদ্ধে এই টি-২০ সিরিজ শেষ হওয়ার পর শুরু হবে একদিনের ক্রিকেট সিরিজ। আর তারপরই ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির হুঙ্কার। সব মিলিয়ে টিম ইন্ডিয়ার সূচি যে আপাতত যথেষ্ট ব্যস্ত থাকবে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।
অন্যদিকে, ঈশ্বরের আশীর্বাদ ভারতীয় ক্রিকেট দলের কাছে যতটা গুরুত্বপূর্ণ, তার থেকেও বেশি দরকার গৌতম গম্ভীরের নিজের জন্য। টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে গম্ভীর এখনও পর্যন্ত সেই অর্থে নজর কাড়তে পারেননি। সেই অর্থে কোনও কোচিং অভিজ্ঞতা নেই বললেই চলে। আইপিএল টুর্নামেন্টে তিনি কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে কাজ করেছিলেন। গৌতম দায়িত্ব গ্রহণ করার পর ইতিমধ্যে ৬ মাস কেটে গিয়েছে। কিন্তু, ভারতীয় ক্রিকেট দলের পারফরম্যান্স জঘন্য থেকে জঘন্যতর হচ্ছে। বিশেষ করে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স যথেষ্ট হতাশা বাড়াবে।
টিম ইন্ডিয়া ঘরের মাটিতে বাংলাদেশকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে হারিয়েছিল। এই পরিস্থিতিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের যাওয়া কার্যত নিশ্চিত ছিল। কিন্তু, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর সেই স্বপ্ন কিছুটা হলেও ধাক্কা খায়। আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১-৩ ব্যবধানে পরাজয়ের পর যাবতীয় সহ্যের সীমা অতিক্রম করতে শুরু করেছে।
একনজরে গম্ভীরের কোচিং রিপোর্ট কার্ড
গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হওয়ার পর টিম ইন্ডিয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে পরাস্ত হয়েছে। যদিও লঙ্কাবাহিনীর বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতেছিল ভারত। এরপর বাংলাদেশকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে। কিন্তু, নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজেরাই হোয়াইটওয়াশ হয়ে যায়। আর চলতি বর্ডার-গাভাসকার ট্রফিতেও পিছিয়ে রয়েছে ভারত। গত বছর নভেম্বর মাসে টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতলেও, গম্ভীর দলের হেড কোচ ছিলেন না। এই সিরিজে ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব ছিল ভিভিএস লক্ষণের হাতে।