শেষ আপডেট: 2nd January 2025 15:56
দ্য ওয়াল ব্যুরো : চলতি বর্ডার-গাভাসকার ট্রফিতে টিম ইন্ডিয়া কিছুটা হলেও ব্যাকফুটে রয়েছে। পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজে তারা ১-২ ব্যবধানে পিছিয়ে পড়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার (৩ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে সিডনি টেস্ট ম্যাচ। এই ম্যাাচে টিম ইন্ডিয়া জিততে না পারলে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার রাস্তাও বন্ধ হয়ে যাবে।
মাঠের মধ্যে যতই দ্বৈরথ থাকুক না কেন, মাঠের বাইরে অস্ট্রেলিয়ার আন্তরিকতা একেবারে দেখার মতো। সিডনি টেস্ট শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেজ ভারতীয় ক্রিকেটারদের নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন। এই অনুষ্ঠানে রোহিত-বিরাট-বুমরাহদের জন্য এলাহি আয়োজন করা হয়েছিল। ভারতীয় ক্রিকেটারদের পাতে কী কী খাবার পড়েছিল, আসুন দেখে নেওয়া যাক।
এই অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেটারদের জন্য এলাহি খাবার-দাবার আয়োজন করা হয়েছিল। টিম ইন্ডিয়ার পাতে ছিল তন্দুরি, ভেড়ার মাংসের কাটলেট, গলদা চিংড়ি, বাগদা চিংড়ির রোল, পালং শাক, পনীর এবং মাংসের বিশেষ রোল। এছাড়া ছিল একাধিক ফলের সম্ভার এবং বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম।
নৈশভোজ চলাকালীন টিম ইন্ডিয়ার তারকা পেসার জসপ্রীত বুমরাহকে নিয়ে সামান্য মজা করেন আলবানেজ। তিনি বলেছেন, 'আমাদের একটা নতুন আইন প্রণয়ন করা দরকার। সেখানে স্পষ্ট ভাষায় লেখা থাকবে, অস্ট্রেলিয়ার মাটিতে বুমরাহকে বাঁ হাতে বল করতে হবে। ও যখনই বল করতে আসে, মনের ভিতর একটা অজানা আশঙ্কা কাজ করে।' এই সিরিজে জসপ্রীত বুমরাহ নজরকাড়া পারফরম্যান্স করেছেন। এখনও পর্যন্ত চারটে টেস্ট ম্যাচে তিনি মোট ৩০ উইকেট শিকার করেছেন।