শেষ আপডেট: 2nd November 2024 13:41
দ্য ওয়াল ব্যুরো: আশা ছিল, বাংলাদেশের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও সেঞ্চুরি হাঁকাতে পারবেন শুভমান গিল। কিন্তু, ৯০ রানে আউট হয়ে গেলেন তিনি। এরপর টিম ইন্ডিয়ার ইনিংস আর দীর্ঘস্থায়ী হয়নি। ২৬৩ রানেই অলআউট হয়ে যায় গোটা দল। মুম্বই টেস্টে ভারতীয় ক্রিকেট দল ২৮ রানে এগিয়ে রয়েছে।
দ্বিতীয় দিনের শুরুটা বেশ ভাল করেছিল টিম ইন্ডিয়া। পঞ্চম উইকেটে মাত্র ৫৬ বলে ৫০ রানের পার্টনারশিপ গড়ে তুললেন শুভমান গিল এবং ঋষভ পন্থ। ৬৬ বলে ৫০ করলেন শুভমান। অন্য়দিকে, ৩৬ বলে হাফসেঞ্চুরি করেন ঋষভ। লাঞ্চ ব্রেক পর্যন্ত ভারতীয় ক্রিকেট দল পাঁচ উইকেট হারিয়ে ১৯৫ রান করে। কিন্তু, তারপরই তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে টিম ইন্ডিয়ার ব্যাটিং ডিপার্টমেন্ট।
এই ম্য়াচে নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক টম লাথাম টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। প্রথম ইনিংসে কিউয়িরা ২৩৫ রানে অলআউট হয়ে যায়। পাঁচ উইকেট নেন রবীন্দ্র জাদেজা, চারটে ওয়াশিংটন সুন্দর। এরপর প্রথম দিনই ব্যাট করতে নামে ভারত। রোহিত শর্মা (১৮) এবং বিরাট কোহলি (৪) আরও একবার ব্যাটিং ব্যর্থতার শিকার হলেন। প্রথম দিনের শেষে টিম ইন্ডিয়া চার উইকেট হারিয়ে ৮৬ রান করেছিল।